আইসিসি টি২০ বিশ্বকাপ ২০১৪ ফ্ল্যাশ মব নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাজিমাত!

cu flash mobআইসিসি টি-টোয়েন্টি ২০১৪ বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ফ্ল্যাশ মব তৈরি করছেন। ক্রিকেট আইসিসি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এগুলো শেয়ার করা হচ্ছে। এদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ফ্ল্যাশ মবটি এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার দেখা হয়েছে। এই পোস্ট লেখা পর্যন্ত চবি’র নির্মিত ফ্ল্যাশ মব ইউটিউবে ১৬৩,৬৫৯ বারের বেশি প্লে করা হয়েছে। সেকেন্ড গেট (2nd Get) চিটাগং এ চিত্রায়িত ঐ ভিডিও ক্লিপে প্রথমেই চবি’র একজন ছাত্রী এসে নাচ শুরু করেন যাকে অনুসরণ করে আরও শিক্ষার্থী ও সাধারণ জনতা স্পটে উপস্থিত হয়ে ফ্ল্যাশ মবে যোগ দেন। এখানে ভিডিওটি এমবেড করে দেয়া হল। আপনার মোবাইল ব্রাউজারে ভিডিওটি না দেখা গেলে এই লিংকে ভিজিট করেও ভিডিওটি দেখতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *