নগদ পেমেন্টে BMW গাড়ি, ক্যাশব্যাক, মেগা গিফট জেতার সুযোগ (ঈদ অফার)

নগদ নিয়ে এলো কেনাকাটায় অবিশ্বাস্য অফার। কেনাকাটায় নগদ দ্বারা পেমেন্ট করলে পেয়ে যেতে পারেন BMW গাড়িসহ মেগা গিফটস ও ক্যাশব্যাক। নির্দিষ্ট মার্চেন্ট থেকে নগদ দ্বারা পেমেন্টে কেনাকাটা করলে প্রতি ঘন্টায় সর্বনিম্ন ৫০০টাকা কেনাকাটায় পাওয়া যাবে ১০০% বা সর্বোচ্চ ২০০০টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

ক্যাশব্যাক এর পাশাপাশি রয়েছে মেগা গিফটস, পেয়ে যেতে পারেন বিএমডব্লিউ গাড়ি। আরো রয়েছে এলইডি টিভি, ফ্রিজ, স্মার্টফোনসহ অনেক অনেক পুরস্কার। চলুন জেনে নেওয়া যাক নগদ এর এই বিশাল ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত। প্রথমেই বলে রাখা ভালো এই ক্যাম্পেইন চলবে ২৩ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত। যেসব ক্যাটাগরিতে কেনাকাটার ক্ষেত্রে উল্লেখিত পুরস্কারসমূহ পাওয়া যাবে, সেগুলো হলোঃ

  • মেগা পেমেন্ট কার্নিভাল
  • অনলাইন
  • লাইফস্টাইল
  • সুপারস্টোর
  • ফার্মেসি

আমাদের পোস্টে দেয়া তথ্য ও সূত্র থেকে জেনে নিতে পারবেন কোন কোন ক্যাটাগরিতে কোন মার্চেন্ট এর কাছ থেকে কেনাকাটার ক্ষেত্রে ক্যাম্পেইনের অফারসমূহ পাওয়া যাবে।

এবার চলুন জেনে নেওয়া যাক নগদ এর এই ক্যাম্পেইন এর নিয়ম ও শর্তাবলীঃ

  • প্রতি ঘন্টায় নির্দিষ্ট মার্চেন্ট থেকে সর্বনিম্ন ৫০০ টাকার কেনাকাটা করে নগদ দ্বারা পেমেন্ট করলে ১০০% বা সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। আরো জিতে নিতে পারেন মেগা গিফট
  • শুধুমাত্র নির্দিষ্ট মার্চেন্ট থেকে কমপক্ষে ৫০০ টাকার পণ্য কেনাকাটা করে নগদ অ্যাপ অথবা *167# ডায়ালের করে পেমেন্ট করে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করা যাবে
  • ক্যাম্পেইন চলাকালে ১০০% বা সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার সর্বমোট তিনবার পাওয়া যাবে এবং মেগা গিফটস শুধুমাত্র একবার পাওয়া যাবে
  • এই ক্যাশব্যাক অফার ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১.৫৯ টা পর্যন্ত চলবে, প্রতি ঘন্টায় ১০জন গ্রাহক পুরস্কার পাবেন
  • সকল শর্ত পূরণ করে মনোনীত বিজয়ীকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ও ১ কর্মদিবসের মধ্যে নগদ একাউন্ট এ ক্যাশব্যাক পৌঁছে যাবে
  • মেগা গিফট এর জন্য মনোনীত গ্রাহককে নগদ কাস্টমার সার্ভিস প্রতিনিধির মাধ্যমে সর্বোচ্চ একবার কল বা এসএমএস করে জানানো  হবে যা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থেকে গ্রহণ করতে হবে। কোনো কারণে গিফট গ্রহণ করতে ব্যর্থ হলে এক্ষেত্রে নগদ কতৃপক্ষ দায়ী থাকবেনা
nagad bmw offer nagad eid offer

রয়েছে আরও কিছু শর্তঃ

  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে শুধুমাত্র একবার মেগা গিফটস পাওয়া যাবে
  • নির্ধারিত মার্চেন্টসমূহ এই অফারের অধীন পণ্য ও সেবার জন্য দায়বদ্ধ থাকবে। নগদ শুধুমাত্র ক্যাশব্যাক, গিফট প্রদান, ইত্যাদি বিষয় নিয়ন্ত্রণ করে
  • ক্যাম্পেইনের আওতাভুক্ত গিফট বা ক্যাশব্যাক পাওয়ার জন্য অসদুপায় অবলম্বন করেছে বলে জানা গেলে উক্ত গ্রাহককে ক্যাম্পেইন থেকে বাদ দেওয়া হবে
  • এই অফারটি ২৩ মার্চ ২০২৩ থেকে ৩০ জুন, ২০২৩ পর্যন্ত চলবে
  • অফারটি উপভোগ করতে হলে নগদ একাউন্টটি অবশ্যই একটিভ ও ফুল প্রোফাইল থাকতে হবে
  • কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া ক্যাম্পেইনের যেকোনো ধরনের পরিবর্তন / পরিবর্ধন / সংশোধন এর অধিকার রাখে নগদ 
  • অফার সম্পর্কিত নগদ কতৃক গৃহিত যেকোনো সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে 

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

এইতো গেলো নগদ ক্যাম্পেইন এর শর্তাবলী। এবার চলুন জেনে নেওয়া যাক নগদ প্রদত্ত কিছু পরামর্শ ও নিয়ম যা সকল গ্রাহকের মেনে চলা উচিতঃ

  • নগদ বা নগদ এর কোনো প্রতিনিধি আপনার কাছে পিন কোড বা ওটিপি চাইবেনা
  • নগদ বা নগদ এর কোনো প্রতিনিধি আপনাকে কখনো কোনো ধরনের লেনদেন করতে বলবেনা
  • শুধুমাত্র 16167 বা 09609616167 এই দুইটি নাম্বার ব্যবহার করে নগদ গ্রাহকের সাথে যোগাযোগ করে থাকে
  • অফার চলাকালীন কোনো ধরনের সমস্যার কথা জানাতে উল্লেখিত নাম্বার দুইটি ব্যবহার করতে পারেন
  • যেকোনো ব্যাক্তি সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন। নগদ কোনো গ্রাহককে ক্যাম্পেইনে অংশগ্রহণে প্ররোচিত করবেনা

অফারটি সম্পর্কে পুরো বিস্তারিত জানতে পারেন নগদের ওয়েবপেজ থেকে

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *