উইন্ডোজ ১১ অটো আপডেট বন্ধ করার নিয়ম

উইন্ডোজ ১১ তে প্রতি মাসে দরকার অনুযায়ী মেইন্টেনেন্স ও সিকিউরিটি আপডেট আসে। এইসব আপডেট মূলত সিস্টেমের দুর্বলতা সমাধান, বাগ ফিক্স এবং সর্বোপরি পারফরম্যান্স ইম্প্রুভ করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক এই আপডেটগুলো ডাউনলোড হয়ে যায়। তবে অনেকে আছেন যারা মোবাইল ইন্টারনেট হটস্পট দ্বারা পিসিতে ব্যবহার করেন। তাদের সীমিত ডাটা দ্বারা উইন্ডোজ আপডেট ডাউনলোড করা ব্যয়বহুল হয়ে যায়।

অবশ্য আপডেটগুলো মাঝেমধ্যে নতুন ফিচারও নিয়ে আসে। এই প্রক্রিয়াতে অধিকাংশ সময় উন্নয়ন আসলেও প্রতি আপডেটের সাথে সিস্টেম ফিচারের পরিবর্তন কারও কারও কাছে বিরক্তিকর মনে হতে পারে। আপডেট এর পর ডিভাইস রিস্টার্ট করা ব্যবহারকারীর কাজে বাধা সৃষ্টি করতে পারে। আবার আগের বাগস (Bugs) ফিক্স করা হলেও নতুন সমস্যা আসতে পারে আপডেটের সাথে। অনেকসময় তো ফিচার ও অ্যাপ কাজ করেনা।

আপনি যদি ইতিমধ্যে আপনার উইন্ডোজ ১১ ভার্সন নিয়ে খুশি থাকেন, তাহলে উইন্ডোজ ১১ এর অটোমেটিক আপডেট বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের পোস্টে উইন্ডোজ ১১ এর অটোমেটিক আপডেট বন্ধ করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা উইন্ডোজ সেটিংস, উইন্ডোজ সার্ভিস, রেজিস্ট্রি এডিট, ইত্যাদি অপশন ব্যবহার করে উইন্ডোজ ১১ অটো আপডেট বন্ধ করার নিয়ম সম্পর্কে জানবো।

সেটিংস থেকে উইন্ডোজ ১১ অটোমেটিক আপডেট বন্ধ করার নিয়ম

সেটিংস থেকে খুব সহজে উইন্ডোজ ১১ এর অটো আপডেট বন্ধ করা যায়, কিন্তু এটি সম্পূর্ণ টেম্পোরারি অর্থাৎ অস্থায়ী। তবে পোস্টে উল্লেখিত অন্য প্রক্রিয়া অনুসরণের যথেষ্ট সময় আপনার না থাকলে এই উপায়ে আপাতত বন্ধ রাখতে পারেন উইন্ডোজ ১১ এর স্বয়ংক্রিয় আপডেট। সেটিংস থেকে উইন্ডোজ ১১ আপডেট বন্ধ করতেঃ

  • সেটিংসে প্রবেশ করুন
  • লেফট প্যানেল থেকে Windows Update সিলেক্ট করুন
  • More Updates এর নিচে Pause Updates নামে একটি অপশন দেখতে পাবেন
  • Pause for 1 week লেখা বাটনে ক্লিক করুন

এই উপায়ে  ৭দিনের জন্য উইন্ডোজ ১১ এর আপডেট বন্ধ থাকবে, এরপর আবার পুনরায় অটো আপডেট অটোমেটিক চালু হয়ে যাবে। অর্থাৎ এই উপায়ে আপডেট বন্ধ রাখতে চাইলে নিয়মিত উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। কোনো দীর্ঘস্থায়ী সমাধানের খোঁজে থাকলে পোষ্টের অন্য উপায় অনুসরণ করুন।

উইন্ডোজ সার্ভিস থেকে উইন্ডোজ ১১ অটোমেটিক আপডেট বন্ধ করার নিয়ম

উইন্ডোজ সার্ভিস থেকেও উইন্ডোজ ১১ এর আপডেট বন্ধ রাখা যায়। উইন্ডোজ ১১ এর আপডেট বন্ধ করতেঃ

  • Windows Key + R Key একসাথে প্রেস করে Run প্রোগ্রাম চালু করুন
  • Services.msg লিখে Enter প্রেস করুন
  • Services (Local) এর মধ্যে স্ক্রল করে Windows Update অপশন খুঁজে বের করুন ও ডাবল ক্লিক করুন
  • General ট্যাবে Startup type এর পাশে থাকা ড্রপ ডাউনে ক্লিক করুন ও Disabled সিলেক্ট করুন
  • এরপর Apply অপশনে ক্লিক করুন ও Ok চেপে সেভ করুন

এরপর উইন্ডোজ ১১ এর আপডেট বন্ধ হয়ে যাবে, তবে সেটিংস এর মাধ্যমে চাইলে ম্যানুয়ালী আপডেট করতে পারেন। আপডেট আবার চালু করতে চাইলে উল্লেখিত প্রক্রিয়ায় General ট্যাবে Startup type এর পাশে থাকা ড্রপ ডাউনে ক্লিক করার পর ও Manual বা Automatic সিলেক্ট করুন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

কানেকশন সেটিংস চেঞ্জ করে উইন্ডোজ ১১ অটোমেটিক আপডেট বন্ধ করার নিয়ম

উইন্ডোজ নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংসে আপনার কোনো ওয়াইফাই নেটওয়ার্ককে “মিটারড কানেকশন” হিসেবে সেট করলে পিসিতে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ লিমিটেড হয়ে যায়। কেননা তখন উইন্ডোজ ধরে নেয় যে উক্ত নেটওয়ার্কে সীমিত পরিমাণ ডাটা প্ল্যান ব্যবহৃত হচ্ছে। আর তাই এই সেটিং চালু করলে উইন্ডোজ ১১ এর অটোমেটিক আপডেট বন্ধ হয়ে যায়। মিটারড কানেকশন সেট করতেঃ

  • Settings ওপেন করুন ও Network & Internet অপশন সিলেক্ট করুন
  • পেজের টপে অবস্থিত আপনার ব্যবহৃত নেটওয়ার্ক এর পাশে থাকা Properties অপশনে ক্লিক করুন
  • Metered connectionn এর পাশে থাকা টোগল  অন করে দিন
  • এরপর লেফট প্যানেলে থাকা Windows Update অপশনে ক্লিক করুন
  • এরপর Advanced options সিলেক্ট করুন
  • Download updates over metered connections এর পাশে থাকা টোগল অফ করে দিন

মিটারড কানেকশনে লিমিট সেট করা না থাকলে সেক্ষেত্রে আপনার সাধারণ ব্যবহারে কোনো সমস্যা হবেনা। তবে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড প্রসেস কাজ না করতে পারে, যা খেয়াল রাখা উচিত।

👉 উইন্ডোজ ১০ এর অটো আপডেট বন্ধ করার উপায়

👉 উইন্ডোজ ১১ এর সেরা কিছু গোপন ফিচার জানুন

রেজিস্ট্রি থেকে উইন্ডোজ ১১ অটোমেটিক আপডেট বন্ধ করার নিয়ম

উইন্ডোজ ১১ অটো আপডেট বন্ধ করার নিয়ম

উইন্ডোজ রেজিস্ট্রি থেকেও উইন্ডোজ ১১ এর আপডেট বন্ধ করা যায়। এই প্রক্রিয়াটি কার্যকরী হওয়ার পাশাপাশি যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তাই খুব সাবধানতার সাথে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করুন। রেজিস্ট্রি এডিটর ব্যবহার করে উইন্ডোজ ১১ এর আপডেট বন্ধ করতেঃ

  • Windows Key + R Key একসাথে প্রেস করে Run চালু করুন
  • এরপর regedit লিখে এন্টার করুন
  • প্রদর্শিত পপ-আপে Yes অপশনে ক্লিক করুন
  • সকল ফোল্ডার এর  উপর একটি এড্রেস বার দেখতে পাবেন
  • উক্ত এড্রেস বারে থাকা টেক্সট ক্লিয়ার করুন ও HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Policies\Microsoft\Windows\WindowsUpdate\AU লিখে এন্টার চাপুন
  • স্ক্রিনের খালি স্পেসে রাইট ক্লিক করুন ও প্রথমে New, তারপর DWORD (32bit) Value সিলেক্ট করুন
  • NoAutoUpdate নাম দিয়ে এন্টার চাপুন
  • এরপর নতুন ভ্যালু তে ডাবল ক্লিক করুন ও Value Data সেট করুন 1
  • OK প্রেস করে সেভ করুন

উল্লেখিত সকল প্রক্রিয়া অনুসরণ করে উইন্ডোজ ১১ এর অটোমেটিক আপডেট বন্ধ করা যাবে। তবে প্রয়োজন হলে আবার একই প্রক্রিয়াতে পরিবর্তন এনে অটোমেটিক আপডেট আবার চালু করা যাবে। রেজিস্ট্রি মেথড অনুসরণ করে থাকলে WindowsUpdate কি ডিলিট করে পিসি রিস্টার্ট দিলে অটো আপডেট আবার চালু হয়ে যাবে।

👉 উইন্ডোজ ১১ ইনস্টল করার নিয়ম (নতুন ও পুরাতন পিসিতে)

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *