ফেসবুক প্রটেক্ট কি ও কিভাবে চালু করবেন জানুন

আপনি কি ফেসবুক প্রটেক্ট ফিচার অন করার বিষয় নিয়ে ফেসবুক থেকে ইমেইল পেয়েছেন? যদি পেয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই ভাবছেন কি এই ফেসবুক প্রটেক্ট, আর কিভাবেই বা এই ফিচার চালু করতে হয়। এই পোস্টে ফেসবুক প্রটেক্ট ফিচার সম্পর্কে বিস্তারিত জানবেন।

ফেসবুক প্রটেক্ট কি?

যেসব ফেসবুক একাউন্ট হ্যাক হওয়ার অধিক ঝুঁকি আছে বলে ফেসবুক মনে করে, সেসব একাউন্টে বাড়তি নিরাপত্তা প্রদান করে ফেসবুক প্রটেক্ট। শুরুর দিকে নির্বাচিত অফিশিয়াল ব্যক্তি, রাজনৈতিক প্রার্থী ও তাদের স্টাফদের জন্য এই ফিচার আনা হয়েছিলো যা তাদের একাউন্ট থেকে ভুল বা মিথ্যা তথ্য ছড়ানো রোধ করার কাজে লাগতো।

সাম্প্রতিক সাইবার অ্যাটাক ও ২০২২ যুক্তরাষ্ট্র মিডটার্ম নির্বাচন বিবেচনা করে ফেসবুক এই ফিচার এর মাত্রা আরো বাড়িয়েছে। এখন থেকে অধিক ফলোয়ার আছে, কোনো অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত গুরুত্বপূর্ণ পেজ বা কমিনিউটির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের জন্য ফেসবুক প্রটেক্ট ফিচারের সীমা বর্ধিত করা হয়েছে।

ফেসবুক প্রটেক্ট মূলত উল্লেখিত ব্যাক্তিদের জন্য টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচারটি চালু করে ও ঝুঁকি মনিটর করার কাজটি সহজ করে দেয়। এছাড়া সকল পেজের এডমিনদের পেজ পাবলিশিং অথোরাইজেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে যা ২-ফ্যাক্টর অথেনটিকেশন ও সাধারণ লোকেশন ভেরিফিকেশন এর মাধ্যমে সম্পন্ন হবে।

পেজ এডমিনদের একাউন্ট নিরাপদ করতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য যে পেজ এডমিনদের নিজের আসল নাম ব্যবহার করা বাধ্যতামূলক ও ফেসবুকে একাধিক একাউন্ট থাকা যাবেনা।

ফেসবুক প্রটেক্ট ইমেইল

“Your account requires advanced security” এমন একটি ইমেইল প্রথমবার যেকেউ দেখলে এটিকে স্ক্যাম বা ফিশিং অ্যাটাক মনে করতে পারে। কিন্তু একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে ফেসবুক এর তরফ থেকে আসা এই ইমেইল খুবই গুরুত্বপূর্ণ। এই ইমেইল আসবে Facebookmail.com ডোমেইন যুক্ত একটি ইমেইল হতে।

সুতরাং উল্লেখিত ইমেইল থেকে একাউন্ট এর সিকিউরিটি জোরদার করা নিয়ে একটি ইমেইল আপনি পেতে পারেন। তবে, যেহেতু অনেক অসাধু ব্যক্তিরা এরকম ভুয়া ইমেইল পাঠাতে পারে, তাই ইমেইলে প্রদত্ত লিংক ক্লিক না করাই উত্তম। আপনি বরং উক্ত লিংক ব্যবহার না করে সরাসরি ফেসবুক থেকে ফিচারটি চালু করুন। কেননা ফেসবুক প্রটেক্ট এর বিষয়টিকে পুঁজি করে কিছু অসাধু হ্যাকার ফায়দা লুটার চেষ্টা করবে ফিশিং ইমেইল পাঠানোর মাধ্যমে।

এই কারণে ফেসবুক বা অন্য যেকোনো সোশ্যাল মিডিয়া একাউন্টের কোনো ধরনের সেটিংস পরিবর্তনের ক্ষেত্রে সরাসরি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের ওয়েবসাইট ব্যবহার করা শ্রেয়।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ফেসবুক প্রটেক্ট ব্যবহার কেনো জরুরি?

ইমেইল এর মাধ্যমে যদি আপনাকে ফেসবুক প্রটেক্ট চালু করার বিষয়টি জানানো হয়, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিচারটি চালু না করলে ফেসবুক একাউন্ট লক হয়ে যেতে পারে। এছাড়া ফেসবুকে লগিন করলেও আপনি এই নোটিফিকেশন পাবেন।

নির্দিষ্ট সময়ের মধ্যে ফেসবুক প্রটেক্ট চালু না করলে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না। সাম্প্রতিক বেশিরভাগ ইমেইলে মার্চের ১৮ তারিখকে ডেডলাইন হিসেবে উল্লেখ করা হয়েছে। একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে ফেসবুক প্রটেক্ট সম্পর্কিত ইমেইল ভুলেও এড়িয়ে যাবেন না। বিষয়টি নিশ্চিত করতে আপনার ফেসবুক একাউন্টে যুক্ত থাকা ইমেইল এর ইনবক্স চেক করে দেখুন ফেসবুক প্রটেক্ট সম্পর্কে কোনো ধরনের ইমেইল এসেছে কিনা। এছাড়া ফেসবুক নোটিফিকেশন চেক করুন।

ফেসবুক প্রটেক্ট চালু করার নিয়ম

আমরা ইতিমধ্যে জেনেছি সরাসরি ইমেইলে প্রাপ্ত লিংকের মাধ্যমে ফেসবুক প্রটেক্ট ফিচার চালু করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ভালো হয় সরাসরি ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট থেকে ফেসবুক প্রটেক্ট ফিচারটি চালু করলে।

মোবাইল থেকে ফেসবুক প্রটেক্ট ফিচার চালু করতেঃ

ফেসবুক প্রটেক্ট মোবাইল
  • ফেসবুক অ্যাপে প্রবেশ করে হ্যামবার্গার মেন্যু সিলেক্ট করুন
  • এরপর নিচের দিকে স্ক্রল করে প্রথমে Settings & Privacy, এরপর Settings সিলেক্ট করুন
  • Password & Security অপশন সিলেক্ট করুন
  • Facebook Protect সেকশনের নিচে “Facebook Protect is Off” লেখা দেখতে পাবেন 
  • এরপর অ্যারো তে ট্যাপ করলে ফেসবুক প্রটেক্ট চালু করুন

কম্পিউটার থেকে ব্রাউজার ব্যবহার করে ফেসবুক প্রটেক্ট ফিচারটি চালু করতেঃ

ফেসবুক প্রটেক্ট পিসি
  • ফেসবুক এর ডানদিকের কর্নারে থাকা ড্রপডাউন আইকনে ক্লিক করুন 
  • এরপর Settings & Privacy সিলেক্ট করুন 
  • এরপর Settings অপশনে ক্লিক করুন
  • এরপর বামদিকে থাকা Security and Login অপশনে ক্লিক করুন
  • “Facebook Protect is Off”  লেখা দেখলে Get Started অপশনে ক্লিক করে ফেসবুক প্রটেক্ট ফিচারটি চালু করে দিন

আরো জানুনঃ ফেসবুক টু-স্টেপ ভেরিফিকেশন চালু করার নিয়ম

আপনি কি ফেসবুক প্রটেক্ট ফিচারটি চালু করেছেন? আমাদের জানান কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *