শাওমি রেডমি নোট ১০ সিরিজের দাম ও ফিচার

redmi note 10 pro

বহুল প্রতিক্ষার শেষে বাংলাদেশের বাজারে অবশেষে অফিসিয়ালি চলে এলো শাওমির মিড-রেঞ্জ সেগমেন্ট কিং নামে পরিচিত রেডমি নোট সিরিজের নতুন সংযোজন, রেডমি নোট ১০ সিরিজ। রেডমি নোট ১০ ও নোট ১০ প্রো – এই দুইটি ফোন দেশের বাজারে এনেছে শাওমি। ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে আর ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরার এই নোট ১০ সিরিজকে শাওমি নাম দিয়েছে টেন-অন-টেন (10-on-10) এক্সপেরিয়েন্স।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “দেশে রেডমি নোট সিরিজের প্রথম ডিভাইস থেকে এখন পর্যন্ত নোট সিরিজটি গেইম চেঞ্জার হিসেবে স্থান করে নিয়েছে। এর সুপার ফাস্ট পারফরম্যান্স ও মিড রেঞ্জ সেগমেন্টে এখনো এর উত্তরাধিকার ধরে রেখেছে। রেডমি নোট ১০ সিরিজে রয়েছে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন। ১২০হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তি সিরিজটিকে ইন্ডাস্ট্রিতে নতুন একটি বেঞ্চমার্ক স্থাপন করাবে।”

চলুন জেনে নেয়া যাক, রেডমি নোট ১০ ও রেডমি নোট ১০ প্রো এর ডিসপ্লে, হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত।

রেডমি নোট ১০ প্রো

শাওমি রেডমি নোট ১০ সিরিজ

রেডমি নোট ১০ প্রো তে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডিপ্লাস এমোলেড ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। ফোনটির আকর্ষণীয় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের সুপার-ম্যাক্রো ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনের ফ্রন্টের পাঞ্চহোলে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। মিইউআই এর ক্যামেরা অ্যাপের অসংখ্য ফিচার উপভোগ করা যাবে রেডমি নোট ১০ প্রো এর এই অসাধারণ ক্যামেরা সেটাপ দ্বারা।

রেডমি নোট ১০ প্রো তে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপ্পড্রাগন ৭৩২জি প্রসেসর। এছাড়াও ফোনটিতে রয়েছে স্টিরিও স্পিকার। ব্যাটারি হিসেবে থাকছে ৫০২০ মিলিএম্প এর ব্যাটারি যা ৩০ মিনিটেই ৫৯% চার্জ করা যাবে ফোনের সাথে দেওয়া ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার দ্বারা। রেডমি নোট ১০ প্রো তে রয়েছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর। এছাড়াও আইআর ব্ল্যাস্টার এবং ৩.৫ মিমি জ্যাক তো থাকছেই।

একনজরে রেডমি নোট ১০ প্রো
ডিসপ্লে৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড প্যানেল, ১২০ হার্জ রিফ্রেশ রেট
প্রসেসরকোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
সেল্ফি ক্যামেরা১৬ মেগাপিক্সেল
ব্যাক ক্যামেরা৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা

৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা

৫ মেগাপিক্সেল সুপার-ম্যাক্রো ক্যামেরা

২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর

র‍্যাম৬ জিবি / ৮ জিবি
রম / ইন্টারনাল স্টোরেজ৬৪ জিবি / ১২৮ জিবি
ব্যাটারি৫০২০ মিলিএম্প

রেডমি নোট ১০ প্রো এর দামঃ

  • ৬ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ = ২৬,৯৯৯ টাকা
  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ = ২৭,৭৯৯ টাকা
  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ = ২৯,৯৯৯ টাকা

রেডমি নোট ১০

রেডমি নোট ১০ এর ৬.৪৩ ইঞ্চির ডিসপ্লে অ্যামোলেড প্যানেল হলেও, থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট। এই ফোনটিতে কোয়াড ক্যামেরা থাকলেও, থাকছেনা ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। সেল্ফি হিসেবে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। রেডমি নোট ১০ ফোনটিতেও রয়েছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর। ফোনটির ৫০০০ মিলিএম্প এর ব্যাটারি বক্সে দেওয়া ৩৩ ওয়াটের চার্জার দিয়ে ৬৭% চার্জ করা যাবে মাত্র ৩০ মিনিটে। পাশাপাশি আইআর ব্ল্যাস্টার এবং ৩.৫ মিমি জ্যাক ও রয়েছে রেডমি নোট ১০ এ।

একনজরে রেডমি নোট ১০
ডিসপ্লে৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড প্যানেল
প্রসেসরকোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৮
সেল্ফি ক্যামেরা১৩ মেগাপিক্সেল
ব্যাক ক্যামেরা৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা

৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা

২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা

২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর

র‍্যাম৪ জিবি / ৬ জিবি
রম / ইন্টারনাল স্টোরেজ৬৪ জিবি / ১২৮ জিবি
ব্যাটারি৫০০০ মিলিএম্প

রেডমি নোট ১০ এর দামঃ

  • ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ = ১৯,৯৯৯ টাকা
  • ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ = ২০,৯৯৯ টাকা
  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ = ২১,৯৯৯ টাকা

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,580 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *