মুক্তি পেলো অপো ফাইন্ড এক্স৩ সিরিজের চারটি ফোন

মুক্তি পেলো অপো ফাইন্ড এক্স৩ সিরিজ। অপো ফাইন্ড এক্স৩ প্রো, অপো ফাইন্ড এক্স৩ নিও ও অপো ফাইন্ড এক্স৩ লাইট – এই ফোন তিনটি গ্লোবালি পাওয়া যাবে। অন্যদিকে, অপো ফাইন্ড এক্স৩ শুধুমাত্র চীনে এক্সক্লুসিভলি পাওয়া যাবে।

বরাবরের মতোই ক্যামেরাই হতে চলেছে অপো এর ফ্ল্যাগশিপ লাইন-আপ, ফাইন্ড এক্স সিরিজের তৃতীয় কিস্তির এই ফোনগুলো। ফাইন্ড এক্স৩ সিরিজের ক্যামেরা কাটআউট দেখতে অনেকটা আইফোনের ক্যামেরা কাটআউটের ইনভার্টেড ফর্ম বলে মনে হয়।

চলুন জেনে নেয়া যাক অপো ফাইন্ড এক্স৩, ফাইন্ড এক্স৩ প্রো, ফাইন্ড এক্স৩ নিও ও ফাইন্ড এক্স৩ লাইট – ফোন চারটির ক্যামেরা, ডিসপ্লে, সফটওয়্যার, হার্ডওয়্যার, দাম সম্পর্কে বিস্তারিত।

অপো ফাইন্ড এক্স৩ – Oppo Find X3

অপো ফাইন্ড এক্স৩ চলবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালার ওএস ১১.২ দ্বারা। থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ফুল এইচডি+ ডিসপ্লে। স্ন্যাপড্রাগন ৮৭০ এর সাথে ফোনটিতে থাকছে সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ পর্যন্ত।

ফোনটির কোয়াড ক্যামেরা সেটাপে থাকছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর ও ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেন্সর। ১৩ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দিয়ে পাওয়া যাবে ২০ গুণ পর্যন্ত ডিজিটাল জুম এর সুবিধা। থাকছে ৩ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, যা অসাধারণ ম্যাক্রো ছবি তুলতে সক্ষম।

৬৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে থাকছে ৪,৫০০ মিলিএম্প এর ব্যাটারি। আরো রয়েছে আন্ডার-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর। ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ ও এনএফসি সাপোর্ট ও রয়েছে ফোনটিতে।

একনজরে অপো ফাইন্ড এক্স৩ – Oppo Find X3 In A Nutshell
ডিসপ্লে৬.৫৫ ইঞ্চি
ডিসপ্লে রেজুলেশন১৪৪০ x ৩২১৬ পিক্সেল
প্রসেসরকোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০
ফ্রন্ট ক্যামেরা৩২ মেগাপিক্সেল
ব্যাক ক্যামেরা৫০ মেগাপিক্সেল

 

৫০ মেগাপিক্সেল

১৩ মেগাপিক্সেল

৩ মেগাপিক্সেল

র‍্যাম৮ জিবি
স্টোরেজ১২৮ জিবি / ২৫৬ জিবি
ব্যাটারি৪৫০০ মিলিএম্প

অপো ফাইন্ড এক্স৩ প্রো – Oppo Find X3 Pro

অপো ফাইন্ড এক্স৩ প্রো

৬.৭ ইঞ্চির কোয়াড এইচডি+ ডিসপ্লের অপো ফাইন্ড এক্স৩ প্রো তে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। স্ন্যাপড্রাগন ৮৮৮ চালিত ফোনটিতে র‍্যাম থাকছে ১২ জিবি ও স্টোরেজ থাকছে ২৫৬ জিবি।

একনজরে অপো ফাইন্ড এক্স৩ প্রো – Oppo Find X3 Pro In A Nutshell
ডিসপ্লে৬.৭ ইঞ্চি
ডিসপ্লে রেজুলেশন১৪৪০ x ৩২১৬ পিক্সেল
প্রসেসরকোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮
ফ্রন্ট ক্যামেরা৩২ মেগাপিক্সেল
ব্যাক ক্যামেরা৫০ মেগাপিক্সেল

 

৫০ মেগাপিক্সেল

১৩ মেগাপিক্সেল

৫ মেগাপিক্সেল

র‍্যাম১২ জিবি
স্টোরেজ২৫৬ জিবি
ব্যাটারি৪৫০০ মিলিএম্প

অপো ফাইন্ড এক্স৩ নিও – Oppo Find X3 Neo

অপো ফাইন্ড এক্স৩ নিও

স্ন্যাপড্রাগন ৮৬৫ চালিত ফোন, অপো ফাইন্ড এক্স৩ নিও তে থাকছে ৬.৫৫ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে, যাতে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা থাকছে ফোনটিতে। আন্ডার-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ ও এনএফসি সাপোর্ট রয়েছে অপো ফাইন্ড এক্স৩ নিও ফোনটিতে।

একনজরে অপো ফাইন্ড এক্স৩ নিও – Oppo Find X3 Neo In A Nutshell
ডিসপ্লে৬.৫৫ ইঞ্চি
ডিসপ্লে রেজুলেশন১০৮০ x ২৪০০ পিক্সেল
প্রসেসরকোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫
ফ্রন্ট ক্যামেরা৩২ মেগাপিক্সেল
ব্যাক ক্যামেরা৫০ মেগাপিক্সেল

 

৫০ মেগাপিক্সেল

১৩ মেগাপিক্সেল

২ মেগাপিক্সেল

র‍্যাম১২ জিবি
স্টোরেজ২৫৬ জিবি
ব্যাটারি৪৫০০ মিলিএম্প

অপো ফাইন্ড এক্স৩ লাইট – Oppo Find X3 Lite

অপো ফাইন্ড এক্স৩ লাইট

অপেক্ষাকৃত কম দামে পাওয়া যাবে অপো ফাইন্ড এক্স৩ এর লাইট এডিশন, অপো ফাইন্ড এক্স৩ লাইট। ৬.৪ ইঞ্চি ডিসপ্লের ফোন, অপো ফাইন্ড এক্স৩ লাইট এই ফাইন্ড এক্স৩ সিরিজের সবচেয়ে ছোটো ফোন। ফোনটির ফুল এইচডি+ ডিসপ্লেতে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। ফোনটিতে পাওয়া যাবে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

একনজরে অপো ফাইন্ড এক্স৩ লাইট – Oppo Find X3 Lite In A Nutshell
ডিসপ্লে৬.৪ ইঞ্চি
ডিসপ্লে রেজুলেশন১০৮০ x ২৪০০ পিক্সেল
প্রসেসরকোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি
ফ্রন্ট ক্যামেরা৩২ মেগাপিক্সেল
ব্যাক ক্যামেরা৬৪ মেগাপিক্সেল

 

৮ মেগাপিক্সেল

২ মেগাপিক্সেল

২ মেগাপিক্সেল

র‍্যাম৮ জিবি
স্টোরেজ১২৮ জিবি
ব্যাটারি৪৩০০ মিলিএম্প

অপো ফাইন্ড এক্স৩, ফাইন্ড এক্স৩ প্রো, ফাইন্ড এক্স৩ নিও ও ফাইন্ড এক্স৩ লাইট এর দাম

অপো ফাইন্ড এক্স৩ প্রো হচ্ছে এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল। অপো ফাইন্ড এক্স৩ প্রো এর দাম ১১৪৯ ইউরো বা ভারতীয় ৯৯,৯০০ রুপি। অপো ফাইন্ড এক্স৩ নিও এর দাম ৭৭৯ ইউরো বা ৬৭,৭০০ রুপি। অন্যদিকে অপেক্ষাকৃত কম দামে পাওয়া যাবে অপো ফাইন্ড এক্স৩ লাইট। অপো ফাইন্ড এক্স৩ লাইট এর দাম ৪৪৯ ইউরো বা ৩৯,০০০ রুপি।

অপো ফাইন্ড এক্স৩ পাওয়া যাবে শুধুমাত্র পাওয়া যাবে চীনে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এর অপো ফাইন্ড এক্স৩ এর দাম ৪,৪৯৯ চীনা ইয়েন বা ৫০,৪০০ রুপি। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এর অপো ফাইন্ড এক্স৩ এর দাম ৪,৯৯৯ ইয়েন বা ৫৬,৬০০ রুপি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *