অপো ওয়াচ আসছে অ্যাপল ওয়াচের মত ডিজাইন নিয়ে

চীনা স্মার্টফোন কোম্পানি অপো তাদের প্রথম স্মার্টওয়াচ লঞ্চ করতে যাচ্ছে। আপনি হয়তো জেনে খুশি হবেন যে, এগুলো দেখতে ঠিক অ্যাপল ওয়াচ এর মত।

অথবা, কিছুটা অবাকও হতে পারেন।

কিন্তু বাস্তবতা হচ্ছে এতে অবাক হওয়ার মত কিছুই নেই। অপো তাদের স্মার্টওয়াচের কিছু ছবি প্রকাশ করেছে যা দেখলে মনে হবে যেন আপনি অ্যাপল ওয়াচ দেখছেন।

মূল কথা হচ্ছে, অপোর নতুন এই স্মার্টওয়াচগুলো দেখতে অ্যাপল ওয়াচ এর মত।

আর হ্যাঁ, অপোর নতুন এই ডিভাইসগুলোর নাম অপো ওয়াচ।

টুইটারে পোস্ট করা অফিশিয়াল ছবি থেকে দেখা যায়, অপো ওয়াচে অ্যাপল ওয়াচের  মতোই কার্ভড থ্রিডি ক্লাস থাকছে।

ঘড়িগুলোর আকার দেখতে প্রায় অ্যাপল ওয়াচ এর মতই। এমনকি এর ফিতাগুলোও!

চীনা সোশ্যাল নেটওয়ার্ক ওয়েইবুতে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, অপো ওয়াচের একটি ওয়ালপেপারও অ্যাপল ওয়াচের মত। (পোষ্টের শুরুতে দেখুন)

তবে পার্থক্যটা হচ্ছে, অ্যাপল ওয়াচের মত এতে গোলাকার কোন বাটন নেই, বরং ঘড়িটির ডানদিকে পাশাপাশি দুটি চারকোনা বাটন দেয়া আছে। তবে বাটনের মাঝখানে মাইক্রোফোনের জন্য ছোট্ট একটি ছিদ্র ঠিকই দেখা যাচ্ছে।

৬ মার্চ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হতে যাচ্ছে অপো ওয়াচ। এর বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, কেমন লাগল অপো ওয়াচ?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *