সকল মোবাইলের ইন্টারনেট অফার এখানে দেখুন

রবি ইন্টারনেট অফার

বিনোদন প্যাক

রিচ কন্টেন্ট সহকারে একাধিক বিনোদন প্যাক চালু করেছে রবি। এখন ইন্টারনেট অফার বোনাস আর ফ্রি কন্টেন্ট এক্সেস পাবেন।

রবি ইন্টারনেট অফার

শর্তাবলীঃ

  • প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহক এই প্যাক কেনার জন্যে উপযুক্ত।
  • ইন্টারনেট ব্যালেন্স স্ট্যাটাস চেক করতে ডায়াল করুন *৩#
  • 4G নেটওয়ার্কে 4G কোটা ব্যবহার করা যাবে। এজন্যে ইউসিমসহ 4G হ্যান্ডসেট দরকার হবে।
  • ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ অন্তভুর্ক্ত।
  • অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে অন্য কোনো প্যাক চালু না থাকলে ০.০১ টাকা/১০ কেবি প্রযোজ্য হবে।

৬জিবি ৭দিন ১২৯ টাকা

  • অ্যাক্টিভেট করতে ডায়াল করুন *123*0129#
  • প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকগণ এই প্যাক কেনার উপযুক্ত।
  • ৬ জিবি বোনাসের ৩ জিবি রেগুলার এবং ৩ জিবি 4G ইন্টারনেট হিসেবে ব্যবহার করতে পারবেন
  • আপনি *১২৩*৫# ডায়াল করে ইন্টারনেট ব্যালেন্স স্ট্যাটাস চেক করতে পারবেন।
  • 4G নেটওয়ার্কে 4G কোটা ব্যবহার করা যাবে। এজন্যে ইউসিমসহ 4G উপযুক্ত হ্যান্ডসেট দরকার হবে।
  • ভ্যাট, সম্পূরক কর এবং সারচার্জ প্যাক মূল্যে অন্তর্ভুক্ত।
  • প্যাকের অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে অন্য ডাটা প্যাকের ডাটা ভলিউম (যদি থাকে) অথবা ০.০১ টাকা/ ১০কেবি প্রযোজ্য হবে।

নতুন প্রিপেইড সিমে ৭৩ টাকা রিচার্জে ৭ জিবি

নতুন কেনা প্রিপেইড সিমে প্রথমবারের মত ৭৩ টাকা রিচার্জ করলেই পাবেন ৭ জিবি ইন্টারনেট এবং আকর্ষণীয় অনেক অফার!

অফারে যা যা থাকছেঃ

  • মেইন অ্যাকাউন্ট ব্যালান্সে ২৫ টাকা এবং ৭ দিন মেয়াদে ২ জিবি ইন্টারনেট অফার।
  • যে কোনো অপারেটরে ৫০ পয়সা/মিনিট কলরেট।
  • পরবর্তী ৫ মাস ১ জিবি ইন্টারনেট বোনাস, মেয়াদ ৭ দিন।
  • ১০১ টাকা রিচার্জে রেগুলার অফারের সাথে ১ জিবি 4G, মেয়াদ ৭ দিন।
  • ২০৯ টাকা রিচার্জে রেগুলার অফারের সাথে ২ জিবি 4G, মেয়াদ ৭ দিন।

শর্তাবলীঃ

  • ডাটা ব্যালান্স চেক করতে ডায়াল করুন *৩#
  • এই ইন্টারনেট অফার শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য যারা রিচার্জ দিয়ে তাদের সংযোগ ব্যবহার আরম্ভ করেছেন।
  • সিম অ্যাক্টিভেশনের পরবর্তী ৬ মাস যতবার খুশি এই ইন্টারনেট অফার উপভোগ করতে পারবেন।
  • রিচার্জ আউটলেটে গিয়ে বিশেষভাবে ‘ঘ্যাচাং স্টোর’ রিচার্জ না করালে আপনি এই অফার উপভোগ করতে পারবেন না।
  • ডাটা ভলিউম কিংবা মেয়াদ শেষে আপনার নিকটস্থ রিটেইলার অথবা www.robi.com.bd অথবা মাই রবি অ্যাপ দিয়ে নতুন প্যাক কিনতে পারবেন।
  • আপনি যদি ইন্টারনেট প্যাক না কিনে থাকেন, তবে ০.০১ টাকা/১০ কেবি রেটে চার্জ করা হবে। ৫ এমবি ডাটা ব্যবহারের পর ইন্টারনেট সার্ভিস ব্লক করা হবে।

উত্তরকালীন সুবিধাঃ আপনি মাই রবি অ্যাপের ‘আমার অফার’ বিভাগে অথবা *৯৯৯# ডায়াল করে পরবর্তী সুবিধাসমূহ দেখতে পারেন। অফারটি উপভোগ করতে নিকটস্থ রিচার্জ আউটলেটে গিয়ে ‘ঘ্যাচাং স্টোর’ রিচার্জ করুন।

রবি 4G সিম তুললেই পাবেন ৭জিবি ফ্রি ইন্টারনেট

আপনার 3G সিম রিপ্লেস করে 4G সিম তুললেই পাবেন ৭জিবি বোনাস ইন্টারনেট অফার। একদম ফ্রি!

শর্তাবলীঃ

  • এই প্রোমোশনাল ইন্টারনেট অফার এর আওতায় আপনি পাবেন ৭ জিবি (২ জিবি যেকোনো নেটওয়ার্কে এবং ৫ জিবি 4.5G-তে) ইন্টারনেট। আপনার বিদ্যমান সিমটি ইউসিমে পরিবর্তন করার পরে এই অফারটি পাওয়া যাবে ।
  • বিদ্যমান সিমটি ইউসিমে পরিবর্তন করে আপনি এই বোনাস অফার নিতে পারবেন।
  • যারা এখনো তাদের সিম পাল্টে ইউসিম নেননি তারা এই অফারের উপযুক্ত।
  • সিম পরিবর্তনের ৪৮ ঘন্টার মধ্যেই এই বোনাস বরাদ্দ হবে।
  • আপনি যদি ইতোমধ্যে আপনার সিম পরিবর্তন করে ইউসিম নিয়ে থাকেন, তাহলে আর এই অফারটি পাবেন না।
  • বোনাসের বাইরে ডাটা ব্যবহারের জন্যে নিয়মিত ডাটা প্ল্যান অথবা পে-এজ-ইউ-গো ট্যারিফ প্রযোজ্য হবে।
  • ডাটা ব্যালেন্স চেক করতে *১২৩*৩*৫# ডায়াল করুন।

ক্ল্যাশ অব ক্ল্যান্স ইন্টারনেট প্যাক

গেমারদের জন্য রবি নিয়ে এলো ক্ল্যাশ অব ক্ল্যান্‌স ইন্টারনেট প্যাক। *১২৩*৪০৫# ডায়াল করুন আর মাত্র ২৮ টাকায় উপভোগ করুন ২৫০ এমবি, মেয়াদ ২৮ দিন।

শর্তাবলীঃ

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,503 other subscribers

  • অফারটি যতবার খুশি ততবার কেনা যাবে
  • অটো-রিনিউ প্রযোজ্য
  • ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে
  • আপনি সুপারসেলের সব গেম খেলতে পারবেন; যেমন, ক্ল্যাশ অব ক্ল্যান্‌স্, ক্ল্যাশ রয়্যাল, বুম বিচ ইত্যাদি।
  • প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন: *৮৪৪৪*৮৮# ও *১২৩*৩#

বাংলালিংক ইন্টারনেট অফার দেখতে এখানে ক্লিক করুন

গ্রামীণফোন ইন্টারনেট অফার দেখতে এখানে ক্লিক করুন

রবি ইন্টারনেট অফার দেখতে এখানে ক্লিক করুন

টেলিটক ইন্টারনেট অফার দেখতে এখানে ক্লিক করুন

এয়ারটেল ইন্টারনেট অফার দেখতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *