আপনি কি ডার্ক মোড এর ব্যাপারে জানেন? বেশ কিছুদিন আগেই ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড চালু হয়েছে। ডার্ক মোড হচ্ছে এমন একটি ফিচার যা স্ক্রিনের খালি অংশগুলো কালো করে দেয়।
সাধারণত স্ক্রিনের খালি অংশ সাদা হয়ে থাকে। ডার্ক মোড চালু করলে সেই সাদা অংশগুলো কালো হয়ে যায়। তখন স্ক্রিনের স্বাভাবিক কালো অংশগুলো দেখার সুবিধার্থে সাদা হয়ে যায়।
মাইক্রোসফট ওয়ার্ডের কথাই ধরুন। সাধারণত এর পেজগুলো সাদা থাকে আর লেখাগুলো কালো রঙের হয়।
এখন, এমএস ওয়ার্ডে যদি ডার্ক মোড চালু করা হয় তাহলে বাই ডিফল্ট এর পেজগুলো কালো হবে এবং লেখাগুলো সাদা হবে। তো, মেসেঞ্জারের ক্ষেত্রে ডার্ক মোড অনেকটা এরকমই।
কীভাবে মেসেঞ্জারে ডার্ক মোড চালু করব?
ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড চালু করার দুটি উপায় আছে। এখানে উপায়গুলো বর্ণনা করা হল।
নতুন পদ্ধতি
প্রথমে ফেসবুক মেসেঞ্জারের উপরের দিকে বাম পাশে অপনার যে প্রোফাইল ইমেজ দেখা যায়, সেই ছোট ইমেজে ক্লিক করে মেসেঞ্জার সেটিংসে যান।
সেখানে আপনার নামের ঠিক নিচেই ডার্ক মোড চালু/বন্ধ করার অপশন পাবেন। ডার্ক মোড সুইচটি টাচ করে ফিচারটি চালু করে নিন।
সুতরাং এখন আপনার ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড চালু হয়ে গেল। একই ভাবে ডার্ক মোড বন্ধও করতে পারবেন।
👉 ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম
পুরাতন পদ্ধতি
প্রথমে মেসেঞ্জার অ্যাপ আপডেট করে নিন। এরপর মেসেঞ্জারে কোনো একজন বন্ধুকে এই চাঁদ ইমোজি ? পাঠান। (কপি করার জন্য ইমোজির উপর ক্লিক/টাচ করে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে। এরপর কপি অপশন আসবে।
বন্ধুকে চাঁদ ইমোজি পাঠালে সে ইমোজি টাচ/ক্লিক করলেই দেখবেন মেসেঞ্জারে অনেকগুলো চাঁদ ইমোজি ওড়ার ইফেক্ট দেখা যাবে।
তখনই চ্যাট স্ক্রিনের ওপরের দিকে তাকালে ডার্ক মোড চালু করার বাটন পাবেন। অথবা মেসেঞ্জারের উপরের দিকে বাম পাশে অপনার যে প্রোফাইল ইমেজ দেখা যায়, সেই ছোট ইমেজে ক্লিক করে মেসেঞ্জার সেটিংসে যান।
সেখানে আপনার নামের ঠিক নিচেই ডার্ক মোড চালু/বন্ধ করার অপশন পাবেন।
প্রথমবার ডার্ক মোড চালু করার সময় ফেসবুক নোটিশ দেখাবে যে এই ফিচারটি পুরোপুরি তৈরি না। অর্থাৎ আরো কিছুদিন পর তারা এটি পুরোপুরি রিলিজ দেবে। তবে এখনই আপনি উপরের নিয়মে এটা ব্যবহার করতে পারেন।
আপনি কি মেসেঞ্জারের ডার্ক মোড ব্যবহার করেছেন? আমাদের মেসেজ দিয়ে অথবা কমেন্টে জানাতে পারেন।
বোনাসঃ ফেসবুক মেসেঞ্জার থেকে মেসেজ মুছে ফেলার উপায়
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।