অতীতে অ্যাপল নতুন কোনো পণ্য বাজারে আনার ঘোষণা দিলেই সবাই কৌতূহলী হয়ে জানতে চাইত নতুন কী কী ফিচার এসেছে। আর এখন ঘটনা হয়েছে পুরোই উলটো। একেবারে ১৮০ ডিগ্রী বিপরীত। আজকাল নতুন কোনো অ্যাপল প্রোডাক্ট এলেই মানুষজন ভয়ে ভয়ে থাকে, এই বুঝি কোনো পোর্ট বাদ গেলো। ডিভাইস থেকে পোর্ট বাদ দিতে অ্যাপলের কোনো তুলনা হয়না। কোম্পানিটি হাসতে হাসতে পোর্ট ফেলে দেয়। সেখানেই থেমে থাকেনা, পোর্ট বাদ দেয়া নিয়ে আবার গর্বও করে টিম কুকের নেতৃত্বাধীন এই টেক জায়ান্ট!
যেমন আইফোন সেভেনের কথাই ধরুন, ফোনটি থেকে হেডফোনের জ্যাক বাদ দিয়ে অ্যাপল এমন ভাব ধরল, যেনো ৩.৫ মিলিমিটারের ঐ ইউনিভার্সাল হেডফোন জ্যাকগুলো বৈশ্বিক উষ্ণতার মত সমস্যার জনক। টিম কুক বললেন, তারা আইফোন থেকে হেডফোন জ্যাক ফেলে দিয়ে অত্যন্ত সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছেন।
এরপর লাইটনিং জ্যাক যুক্ত হেডফোন দেয়া হয় আইফোনের সাথে। আর ব্লুটুথ ওয়্যারলেস ইয়ারফোন ‘এয়ারপড’ বিক্রির ঘোষণা দেয় কোম্পানিটি, যার দাম ১৫৯ ডলার!
অপর দিকে গতবছর অ্যাপল নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপ থেকে স্ট্যান্ডার্ড ইউএসবি পোর্টও বাদ দিয়েছে।
আর এখন অ্যাপল আইফোন থেকে লাইটনিং পোর্টটিও বাদ দিতে যাচ্ছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের ঐ রিপোর্টের সূত্র যদি ঠিকটাক থাকে, তাহলে আইফোন ৮ থেকে চার্জিং লাইটনিং পোর্ট বাদ যাবে।
লাইটনিং পোর্ট বাদ দিলে আইফোনে চার্জ দিবেন কীভাবে? সেই ব্যবস্থাও করবে অ্যাপল। লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি সি টাইপের পোর্ট দেয়া হবে যা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়া আইফোন ৮ এ ওয়্যারলেস চার্জিংয়ের ব্যবস্থাও থাকার সম্ভাবনা আছে।
তো, আইফোন থেকে লাইটনিং পোর্ট বাদ গেলে আপনার অনুভূতি কেমন হবে?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।