ফেসবুক মেসেঞ্জারে খেলুন দাবা ও বাস্কেটবল!

facebook messenger logo

ফেসবুক মেসেঞ্জার অ্যাপে বেশ কিছুদিন আগে থেকেই দাবা খেলা যাচ্ছিল। এখন মেসেঞ্জার মোবাইল অ্যাপে বাস্কেটবল গেম খেলা যাচ্ছে। কীভাবে মেসেঞ্জারে দাবা ও বাস্কেটবল খেলবেন তা জানতে এই পোস্ট দেখুন

 

দাবা

Screenshot_2016-03-20-10-07-34banglatech24

 ফেসবুক মেসেঞ্জারে কোনো বন্ধুর সাথে দাবা খেলতে চাইলে সেই বন্ধুকে @fbchess play লিখে মেসেজ পাঠান। সাথে সাথে দাবার কোর্ট হাজির হবে। দাবার গুটি এক ঘর থেকে অন্য ঘরে সরাতে আপনাকে একটু কৌশল অবলম্বন করতে হবে। এজন্য ঔ চ্যাট উইন্ডোতেই @fbchess help লিখে মেসেঞ্জারে মেসেজ পাঠান। তাহলে ফেসবুক থেকে নির্দেশনা দেখানো হবে।

 

বাস্কেটবল

বাস্কেটবল খেলার জন্য ফেসবুক মেসেঞ্জার ওপেন করে কোনো বন্ধুকে বাস্কেটবল স্টিকার সেন্ড করুন।

Screenshot_2016-03-20-10-25-57banglatech24

এরপর মেসেজে পাঠানো বাস্কেটবল আইকনে প্রেস করলেই বাস্কেটবল গেম চালু হবে। বলটি আঙুল দিয়ে স্পর্শ করে ঝুড়ির মধ্যে ফেলতে পারলে পয়েন্ট পাবেন।

Screenshot_2016-03-20-10-02-30banglatech24

পরপর ১০বার সফলভাবে ঝুড়িতে বল ফেলার পর গেমের পরবর্তী লেভেল শুরু হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *