১ হাজার ফুট উপর থেকে পরেও সচল ম্যাকবুক এয়ার!

সাউথ আফ্রিকান এক পাইলট ১ হাজার ফুট উপরে উড্ডয়নরত থাকার সময় হঠাত তার ম্যাকবুক এয়ার বিমান থেকে মাটিতে পরে যায়।

ঐ ম্যাকবুকের সাথে পাইলটের লাইসেন্স, আইডি বুক সহ আরও কিছু কাগজপত্রও ভূপাতিত হয়।

এক কৃষক এগুলো পেয়ে আইডি ডকুমেন্ট অনুযায়ী ফেসবুকে উক্ত পাইলটের সাথে যোগাযোগ করে জিনিসগুলো হস্তান্তর করেন।

মজার ব্যাপার হচ্ছে, ম্যাকবুক এয়ার ল্যাপটপটি ১০০০ ফুট উপর থেকে পরার পরও সচল রয়েছে।

তবে ডিভাইসটি অক্ষত নেই। এর ইউনিবডি কাঠামো কিছুটা বাঁকা হয়ে গেছে এবং কুলিং ফ্যান ও ট্র্যাকপ্যাড ক্ষতিগ্রস্ত হয়েছে

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *