গত বছর আগস্টে এন্ড্রয়েড পেটেন্ট রয়্যালটির দাবিতে স্যামসাংয়ের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করে মাইক্রোসফট। তখন উইন্ডোজ নির্মাতার অভিযোগ ছিল, স্যামসাং তাদেরকে যথাযথ রয়্যালটি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। একটি মামলা থেকে এটাও জানা গেছে যে, স্যামসাং প্রতিটি এন্ড্রয়েড ডিভাইসের জন্যই মাইক্রোসফটকে পেটেন্ট ফি দিয়ে থাকে। আর ২০১৩ সালে স্যামসাংয়ের নিকট থেকে এ বাবদ ১ বিলিয়ন ডলার আয় করেছে মাইক্রোসফট।
কিন্তু নকিয়ার মোবাইল ডিভিশন কিনে নেয়ার পর বেঁকে বসে স্যামসাং। কোরিয়ান কোম্পানিটি বলে ওঠে মোবাইল ডিভাইস ব্যবসায় নামার কারণে আগের সাইনকৃত ক্রস-লাইসেন্সিং চুক্তি অকার্যকর হয়ে গেছে এবং এখন থেকে তারা আর আগের মত রয়্যালটি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তবে মাইক্রসফট এটা মেনে নেয়নি। তারা উপায়ন্ত না দেখে শেষ পর্যন্ত স্যামসাংকে কোর্টে নিয়ে গেছে।
শেষ পর্যন্ত এই ফেব্রুয়ারিতে এসে সেই দ্বন্দ্ব মিটিয়ে ফেলেছে উভয় কোম্পানি। অপ্রকাশিত এক চুক্তির মাধ্যমে উক্ত সমস্যার সমাধান করেছে মাইক্রোসফট ও স্যামসাং।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।