এন্ড্রয়েড নিয়ে দ্বন্দ্ব মেটালো মাইক্রোসফট ও স্যামসাং

গত বছর আগস্টে এন্ড্রয়েড পেটেন্ট রয়্যালটির দাবিতে স্যামসাংয়ের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করে মাইক্রোসফট। তখন উইন্ডোজ নির্মাতার অভিযোগ ছিল, স্যামসাং তাদেরকে যথাযথ রয়্যালটি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। একটি মামলা থেকে এটাও জানা গেছে যে, স্যামসাং প্রতিটি এন্ড্রয়েড ডিভাইসের জন্যই মাইক্রোসফটকে পেটেন্ট ফি দিয়ে থাকে। আর ২০১৩ সালে স্যামসাংয়ের নিকট থেকে এ বাবদ ১ বিলিয়ন ডলার আয় করেছে মাইক্রোসফট।

কিন্তু নকিয়ার মোবাইল ডিভিশন কিনে নেয়ার পর বেঁকে বসে স্যামসাং। কোরিয়ান কোম্পানিটি বলে ওঠে মোবাইল ডিভাইস ব্যবসায় নামার কারণে আগের সাইনকৃত ক্রস-লাইসেন্সিং চুক্তি অকার্যকর হয়ে গেছে এবং এখন থেকে তারা আর আগের মত রয়্যালটি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে মাইক্রসফট এটা মেনে নেয়নি। তারা উপায়ন্ত না দেখে শেষ পর্যন্ত স্যামসাংকে কোর্টে নিয়ে গেছে।

শেষ পর্যন্ত এই ফেব্রুয়ারিতে এসে সেই দ্বন্দ্ব মিটিয়ে ফেলেছে উভয় কোম্পানি। অপ্রকাশিত এক চুক্তির মাধ্যমে উক্ত সমস্যার সমাধান করেছে মাইক্রোসফটস্যামসাং।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *