এন্ড্রয়েডের জন্য অ্যাপ বানাচ্ছে অ্যাপল!

এন্ড্রয়েডের জন্য প্রথমবারের মত অ্যাপ ডেভলপ করছে অ্যাপল। ঐতিহাসিকভাবেই এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে অ্যাপলের সম্পর্ক মোটেও সুখকর নয়। স্টিভ জবস এন্ড্রয়েডকে ‘চুরির পণ্য’ বলে অভিহিত করতেন, আর তিনি এন্ড্রয়েডের বিরুদ্ধে থার্মোনিউক্লিয়ার যুদ্ধে যাওয়ারও পক্ষে ছিলেন। এন্ড্রয়েডের সাথে অ্যাপলের সম্পর্ক অনেকটাই দা-কুমড়ার মত- একথা বলাই যায়।

কিন্তু ব্যবসা টিকিয়ে রাখতে চাইলে অপ্রত্যাশিত অনেক কিছুই করতে হয়। হয়ত এজন্যই শেষমেশ এন্ড্রয়েড অ্যাপ ডেভলপ করা শুরু করেছে অ্যাপল।

নাইন-টু-ফাইভ-ম্যাক এর প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের বিটস মিউজিক স্ট্রিমিং সার্ভিসকে ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে অ্যাপ বানাচ্ছে আইফোন নির্মাতা। যেহেতু স্মার্টফোন ব্যবহারকারীদের ৮৫ শতাংশই এন্ড্রয়েডে রয়েছে, তাই এই বিশাল মার্কেট ধরতে তাদের জন্য বিটস মিউজিক অ্যাপ ডেভলপ করছে অ্যাপল।

যদিও অ্যাপলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ সম্পর্কিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সূত্রগুলো বলছে, এন্ড্রয়েডে বিটস মিউজিক অ্যাপের মাসিক চার্জ ৭.৯৯ ডলার হতে পারে যা প্রতিদ্বন্দ্বী সেবা ‘স্পটিফাই’ এর ৯.৯৯ ডলার/মাস ফি থেকে কম।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *