একাধিক কোণ থেকে ভিডিও দেখাচ্ছে ইউটিউব!

youtube multiview

ইউটিউব তাদের ভিডিওগুলো আরও বেশি উপভোগ্য করার কথা ভাবছে। আর এজন্য ইউটিউব নিয়ে এলো মাল্টিপল ভিউ যা থাম্বনাইল আকারে মুল ভিডিও এর সাথে থাকবে। আপনি এখন একটি কনসার্ট, খেলা বিভিন্ন কোন থেকে দেখতে পারবেন।

পরীক্ষামূলক পর্যায়ে থাকা এই সুবিধাযুক্ত কোনো ভিডিও ইউটিউবে চলাকালে ইউটিউব প্লেয়ারের এক পাশে কিছু থাম্বনাইল দেখা যাবে। এসব থাম্বনাইলে ক্লিক করে আপনি বিভিন্ন কোণ থেকে ধারণকৃত ভিডিও দেখতে পারবেন। ভিডিও প্লে করার আগেই আপনি ভিশন অ্যাঙ্গেল ঠিক করে নিতে পারবেন।

screenshot youtube

ইউটিউব বলছে তারা ৩৬০ ডিগ্রি ভিডিও এর কথাও ভাবছে। টেস্ট হিসাবে আপনি এই ইউটিউব ভিডিওটি বিভিন্ন এঙ্গেল থেকে দেখতে পারেন।

 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *