এন্ড্রয়েড ললিপপ ৫.১ প্রকাশ করল গুগল

Android-5.0-Lollipop

এন্ড্রয়েড ললিপপের নতুন (৫.১) আপডেটের অস্তিত্ব নিশ্চিত করেছে গুগল। সেই সাথে এন্ড্রয়েড ৫.১ এর বেশ কিছু ফিচারও জানা গেছে। এই আপডেটে এন্ড্রয়েড ললিপপ ৫.০ এর কিছু কিছু সমালোচিত ইস্যুর সমাধান হবে।

এন্ড্রয়েড ৫.০’তে সাইলেন্ট মুড নিয়ে সমস্যা ছিল। এতে ফোন সাইলেন্ট করে রাখলে মেসেজ এলে বা নোটিফিকেশন পেলে ডিভাইসের স্ক্রিনে আলো জ্বলত না, যা ব্যবহারকারীদের জন্য বিরক্তিকর। তবে এন্ড্রয়েড ৫.১ নতুন করে ৫.০ এর ভুলগুলো শুধরে নিচ্ছে। ৫.১ ভার্সনটি এন্ড্রয়েড ওয়ান এবং নেক্সাস ডিভাইসের জন্য আগেভাগেই পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। চলুন এন্ড্রয়েড ৫.১ এর ফিচার গুলো দেখে নিইঃ

  • সাইলেন্ট মুড
  • উন্নত সিস্টেম সিক্যুরিটি
  • উন্নত র‍্যাম ব্যবস্থাপনা
  • উন্নত ব্যাটারি সেভিং সিস্টেম
  • ওয়াইফাই নেটওয়ার্ক ডিভাইস বাগ ফিক্স করা হয়েছে
  • ওয়্যারলেস কানেকশনের ক্ষেত্রে যা সমস্যাগুলো ছিল তা ফিক্স করা হয়েছে
  • নোটিফিকেশন সমস্যা সমাধান করা হয়েছে
  • নতুন কালার প্যাটার্ন এসেছে

অনাগত এন্ড্রয়েড ওয়ান এর সাথে আপডেটটি লঞ্চ করা হলেও অন্যান্য ডিভাইস এমনকি গুগলের নেক্সাস লাইনের জন্য এই আপডেটটি কবে আসবে তা এখনো নিশ্চিত নয়। আশা করা যাচ্ছে ভালই হবে নতুন এ ভার্সনটি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *