পরিবেশবান্ধব কর্মসূচির জন্য মোবাইল অপারেটরদের আন্তর্জাতিক সংগঠন জিএসএম অ্যাসোসিয়েশনের সম্মানজনক পুরস্কার `গ্রিন মোবাইল অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। মঙ্গলবার স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশ সময় রাত দেড়টায় এবছরের ১৯তম জিএসএমএ অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার গ্রহণ করেন।
২০১০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশবান্ধব কার্যক্রম শুরু করে গ্রামীণফোন। জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে বিদ্যুৎ সাশ্রয়ী ‘বেইজ স্টেশন’ (বিটিএস/ টাওয়ার) সহ অন্যান্য স্থাপনায় সৌর বিদ্যুৎ ব্যবহার শুরু করে জিপি।
২০১৩’তে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের আয় বেড়েছে। ২০১৩ সালে কোম্পানিটির নেটওয়ার্কে ৭১ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। ফলে বছর শেষে জিপির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৭১ লাখ। অর্থাৎ, বাংলাদেশের ৪১.৪ শতাংশ মোবাইল ইউজারই এখন গ্রামীণফোনের সেবা নিচ্ছেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।