চুরি হওয়া হাই-প্রোফাইল টুইটার একাউন্ট @N পুনরুদ্ধার হয়েছে

সম্প্রতি হ্যাক হয়ে যাওয়া একটিমাত্র বর্ণ নিয়ে তৈরি বিরল টুইটার একাউন্ট https://twitter.com/N এর প্রকৃত ব্যবহারকারী তার একাউন্টের দখল পুনরায় ফিরে পেয়েছেন। গত মাসে নউকি হিরোশিমার @N টুইটার ইউজারনেম হাইজ্যাক নিয়ে প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছিল। তবে কীভাবে হিরোশিমা তার একাউন্ট উদ্ধার করলেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

twitter n imgকিন্তু শেষ পর্যন্ত একাউন্টটির দখল নিতে সক্ষম হয়েছেন মিঃ হিরোশিমা। ২০০৭ সাল থেকে এই টুইটার প্রোফাইলটি তার অধীনে ছিল।

জটিলতর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিকের মাধ্যমে হ্যাকার কর্তৃক হিরোশিমার পেপাল ও গোড্যাডি একাউন্ট কম্প্রোমাইজড হয় এবং এর ফলে কোনোভাবে তার বিরল টুইটার একাউন্ট লগইন ডিটেইলসও বেদখল হয়ে যায়। এরপর গোড্যাডি তাদের পলিসিতে পরিবর্তন আনে।

নউকি হিরোশিমা ইতোপূর্বে এক ব্লগ পোস্টে জানিয়েছেন, তার টুইটার একাউন্টটি কেনার জন্য কোনো কোনো ক্রেতা ৫০,০০০ ডলার পর্যন্ত দাম হেঁকেছিল। কিন্তু তিনি এটি বিক্রি করেননি। আর ইতোপূর্বে একাধিকবার এটি চুরি করার চেষ্টাও করা হয়েছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *