সদ্য শেষ হওয়া বছর ২০১৩’তে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের আয় বেড়েছে। ২০১৩ সালে কোম্পানিটির নেটওয়ার্কে ৭১ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। ফলে বছর শেষে জিপির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৭১ লাখ। অর্থাৎ, বাংলাদেশের ৪১.৪ শতাংশ মোবাইল ইউজারই এখন গ্রামীণফোনের সেবা নিচ্ছেন। প্রতিষ্ঠানটির এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
২০১৩ সালে জিপির আয় ছিল ৯ হাজার ৬৬০ কোটি টাকা যা আগের বছরের তুলনায় ৫.১ শতাংশ বেশি। আর নিট প্রফিট ছিল ১ হাজার ৪৭০ কোটি টাকা। কিন্তু ২০১২ সালে গ্রামীণফোনের নিট প্রফিট ১ হাজার ৭৫০ কোটি টাকা ছিল। সুতরাং ২০১৩ সালে আগের বছরের তুলনায় অপারেটরটির মুনাফা ২৮০ কোটি টাকা কম হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে ২০১৩ সালে শেয়ার হোল্ডারদের জন্য গ্রামীণফোন ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত যারা শেয়ারহোল্ডার থাকবেন, তারাই এ লভ্যাংশ পাবেন। এক্ষেত্রে প্রতিটি ১০ টাকার শেয়ারের জন্য ৫ টাকা করে ডিভিডেন্ড পাওয়া যাবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।