শিরোনাম দেখে বিশ্বাস হচ্ছেনা তাইনা? বিশ্বাস না হওয়ারই কথা। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছেন বিল গেটস, যিনি মাইক্রোসফটের মত জায়ান্ট সফটওয়্যার কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা, তিনি কিনা থালা-বাসন ধৌত করেন? কিন্তু এই অবিশ্বাস্য কথাটিই নিজে জানিয়েছেন বিল গেটস। গত সোমবার সামাজিক যোগাযোগ ও ফোরামভিত্তিক সাইট রেডিটে এক প্রশ্নোত্তর সেশনে তিনি একথা বলেন।
রেডিটে ‘আস্ক মি এনিথিং’ সেশনে একজন প্রশ্নকর্তা বলেন “আমি জানতে চাইব, এমন কোন কাজ (আপনি করে থাকেন) যা করাটা আপনি উপভোগ করেন কিন্তু কেউ সেটি আপনার থেকে আশা করবেনা?”
জবাবে বিল গেটস বলেন, “ব্রিজ খেলা মোটামুটিভাবে বেশ সেকেলে একটা ব্যাপার যা আমি সত্যিই খুব পছন্দ করি। এই সপ্তাহান্তে আমি দেখছিলাম, আমার মেয়ে ঘোড়া আরোহণ করেছিল, সেটিও কিছুটা পুরনো- তবে এটাও মজার। প্রতিরাতে আমি ডিশগুলি ধুয়ে থাকি, অন্যরা (এ কাজে আমাকে) সাহায্য করে, কিন্তু আমি এটা নিজের মত করে করতে পছন্দ করি।”
আরো জানুনঃ বিল গেটস সম্পর্কে অবিশ্বাস্য কিছু তথ্য যা আপনি জানতেন না
এটা সত্যিই বেশ অবাক করার মত একটি ব্যাপার। কেননা থালাবাসন ধৌত করা সাধারণত কোনও মজার কর্মকান্ড হিসেবে বিবেচনা করা হয়না।
আপনি বাসায় কী কী কাজ করেন? আপনার কি শেয়ার করার মত এরকম স্পেশাল কোনও কর্মকান্ড আছে?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।