‘টাইম মেশিন’ বাংলা ছবিতে এলিয়েন হচ্ছেন শাকিব খান

সায়মন জাহান পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘টাইম মেশিন’এ এবার এলিয়েন চরিত্রে অভিনয় উপস্থিত হবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। মুভিটির চার শিশু অভিনয়শিল্পীর সাথে বিভিন্ন মজার ও অ্যাকশন দৃশ্যে থাকবেন শাকিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সায়মন জানান, টাইম মেশিন মুভিতে চার শিশু চরিত্রে দেখা যাবে আলভী, মধুমনি, ইয়ামিন ও প্রার্থনাকে। এতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রত্না কবীর ও আইরিন সুলতানা।

ছবির কাহিনী সংক্ষেপঃ বেবি, আলভী, সুজন ও প্রার্থনা স্কুলের ছুটিতে কক্সবাজার বেড়াতে যায়। তাদের গাইড হিসেবে থাকেন রত্না ও আইরিন। এক পর্যায়ে তারা জঙ্গলে এক আহত পর্যটককে উদ্ধার করে। তিনি শিশুদেরকে তার টাইম মেশিনটি উপহার দেন। এ টাইম মেশিনে চড়ে শিশুরা হারকিউলিস, ডাইনোসর ও টারজানের যুগে চলে যায়। একপর্যায়ে তারা একটি ভিনগ্রহে পৌঁছে। সেখানে এলিয়েনের চরিত্রে উপস্থিত হন শাকিব খান।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *