এক দশক পুর্তি উপলক্ষ্যে ফেসবুকের নতুন ফিচার ‘লুক ব্যাক’

facebook look back৪ ফেব্রুয়ারি ফেসবুকের ১০ বছর পূর্ণ হল। বর্তমানে প্রতিমাসে সাইটটির ১.২৩ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে। বিশাল অংকের ইউজারদের জন্য নতুন একটি ভিডিও টুল লঞ্চ করেছে ফেসবুক। ‘লুক ব্যাক’ নামের এই ফিচার ফেসবুকে শেয়ারকৃত আপনার বিভিন্ন পোস্ট ও ফটো গ্যালারি থেকে বিশেষ কিছু কনটেন্ট নিয়ে একটি ভিডিও স্লাইড শো তৈরি করেছে। এটি অনেকটা সাইটটির ‘ইয়ার ইন রিভিউ’ এর মত যেটি প্রতি বছর ইউজারদের ২০টি বাছাইকৃত মুহুর্তের সঙ্কলন করে থাকে।

facebook  look back imgলুক ব্যাক শো’তে প্রথমেই আপনাকে আপনার রেজিস্ট্রেশন ইয়ার, অর্থাৎ আপনি কত সালে ফেসবুকে যোগ দিয়েছেন তা দেখাবে। এরপর ‘ইওর ফার্স্ট মোমেন্টস’ শিরোনামে আপনার একদম প্রথমদিকের কিছু পোস্ট দেখাবে। এরপর আপনার সর্বাধিক লাইক পাওয়া পোস্টগুলো (ছবি) আসবে। সবশেষে ফেসবুকে আপনার শেয়ারকৃত কিছু ছবি হাইলাইট হবে।

আপনার ফেসবুক প্রোফাইলের লুক ব্যাক ভিডিওটি দেখতে চাইলে https://www.facebook.com/lookback লিংকটি ভিজিট করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *