লিক হয়েছে উইন্ডোজ ৮.১ আপডেট-১ (লেটেস্ট ভার্সন) আইএসও!

উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের প্রথম আপডেট অনলাইনে লিক হয়েছে। বিভিন্ন ফাইল শেয়ারিং সাইটে ওএসটির আইএসও ফাইল পাওয়া যাচ্ছে। এটি হচ্ছে উইন্ডোজ ৮.১ আপডেট-১ এর প্রথম দিকের বিল্ড। এতে সফটওয়্যারটির মাউস ও কিবোর্ড ফাংশন আরও উন্নত করা হয়েছে।

উইন্ডোজ ৮.১ আপডেট-১ (বিল্ড ৯৬০০)এ উইন্ডোজ ৮ স্টাইল (মেট্রো) অ্যাপ ব্যবহার আরও সহজ হবে। এখন আপনি সাধারণ ডেস্কটপ মুডে থেকেই মেট্রো অ্যাপ মিনিমাইজ, উইন্ডো রিসাইজ, নেভিগেশন, স্ন্যাপিং প্রভৃতি সুবিধা পাবেন।

উইন্ডোজের স্টার্ট স্ক্রিনেও উন্নতি এসেছে। এর লাইভ টাইলের ওপর এখন আগের থেকেও আরও বেশি অপশন পাওয়া যাবে। রাইট ক্লিকে কনটেক্সট মেন্যুতে প্রদর্শিত এসব অপশনের মধ্যে রয়েছে রিসাইজ, আনপিন প্রভৃতি।

আমাদের ব্লগটি নিয়মিত ভিজিট করলে নিশ্চয়ই শুনে থাকবেন, উইন্ডোজ ৮.১ এর এই আপডেটে মাইক্রোসফট ডিফল্টভাবেই বুট-টু-ডেস্কটপ বৈশিষ্ট্য দেবে। অর্থাৎ, কম্পিউটার চালু হওয়ার সাথে সাথেই সরাসরি ডেস্কটপ মুড চলে আসবে। উইন্ডোজ ৮ ও ৮.১ এ পিসিতে লগইন করার পর মেট্রো স্টাইলের স্টার্ট স্ক্রিন আসে।

উইন্ডোজ ৮.১ আপডেট-১ এর আরেকটি বড় পরিবর্তন হচ্ছে স্টার্ট মেন্যুতে পাওয়ার বাটন, যার অভাব আগের দুটি (৮ ও ৮.১) সংস্করণে সমালোচনার কারণ হয়েছিল। লেটেস্ট এই উইন্ডোজ বিল্ডে স্টার্ট বাটন তো থাকছেই, সেই সাথে মেট্রো স্টাইল স্টার্ট মেন্যুতেও পাওয়ার বাটন/ শাট ডাউন-রিস্টার্ট বাটন যুক্ত করা হয়েছে। সেই সাথে বোনাস হিসেবে এসেছে সার্চ অপশন।

উইন্ডোজ ৮.১ আপডেট-১ এর লিকড ভার্সন ডাউনলোড করতে চাইলে এই লিংকটি ভিজিট করতে পারেন। তবে ফাইলটি এখানে কতক্ষণ অনলাইনে থাকে সেটি নিশ্চিত নয়। তাই যত দ্রুত সম্ভব ট্রাই করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *