ভালবাসা দিবসে আকাশে ওড়ার সুযোগ!

love in the airবিশ্ব ভালবাসা দিবস আলাদাভাবে উদযাপন করতে প্রেমিক যুগলকে হেলিকপ্টারে করে ঢাকার আকাশ ভ্রমণের সুযোগ করে দিচ্ছে ই-কমার্স সাইট ‘এখনই ডটকম’;

একটি প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী যুগল নির্বাচিত করে তাদেরকে এই সুযোগ দেয়া হবে বলে জানা গেছে। 12 ফেব্রুয়ারি 2014 বা তার পরে এই প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচন করবেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা।

অফারটির শর্তাবলী ও প্রয়োগের অফিসিয়াল অংশ এখানে তুলে ধরা হলঃ

শর্তাবলী:

  • এই প্রতিযোগিতাই সবাই অংশগ্রহণ করতে পারবে।
  • এখানে ক্লিক করুন রেজিস্ট্রেশান এর জন্য :  https://www.akhoni.com/customer/account/create/ (বিনামূল্যে )
  • Akhoni.com এর সাথে সম্পৃক্ত এবং তাদের সরাসরি আত্মীয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণের করতে পারবে না।
  • প্রতিযোগিতা ০১লা  ফেব্রুয়ারী 2014 তে শুরু হবে. এবং ১১:৫৯ PM  ১২ই ফেব্রুয়ারি শেষ হবে। নির্দিষ্ট সময়সীমা সময় পরে কোন এন্ট্রি প্রতিযোগিতার জন্য গ্রহণ করা হবে না।
  • Akhoni.com যে কোন সময় প্রতিযোগীতায় পরিবর্তন ও সংশোধন আনতে পারে।
  • পুরস্কার  প্রাপ্তির আগে, বিজয়ী একটি বৈধ ফটো আইডি দেখিয়ে পরিচয় প্রমাণ ও একটি ঘোষণাপত্র স্বাক্ষরকরতে হবে। প্রতিযোগিতার সব মিডিয়া তে আসবে।

প্রয়োগ:

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 7,993 other subscribers

  • এখনই  ডটকম ওয়েবসাইটে লগইন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৫০০ টাকা বা বেশি মূল্যর কোন উপহার কিনুন।
  • akhoni.com থেকে অর্ডার এর পর আপনি একটি বুকিং কোড বা অর্ডার আইডি পাবেন। আপনি ([email protected] ) ইমেইল মাধ্যমে আপনার ভ্যালেনটাইন জন্য আপনার বার্তার সাথে এই কোড / আইডি বরাবর পাঠান , অথবা  কোম্পানিটির ফেসবুক ফ্যান পেজও পাঠাতে পারেন।
    • https://www.facebook.com/akhonioffers ), অথবা এই প্রতিযোগিতার   সংক্রান্ত ফেসবুক পোস্টের মন্তব্য দিন আপনার বার্তা।
  • আপনার বার্তাটি আপনার ভালোবাসার মানুষের উপহারের সাথে পাঠিয়ে দেয়া হবে।
  • আপনি যদি প্রতিযোগিতার জন্য তালিকাভুক্ত হন তাহলে আপনি সাইটটির কাস্টমার কেয়ার থেকে একটি কল পাবেন এবং আপনি আপনার ( নাম , পরিচিতি বিস্তারিত, আইডি ইত্যাদি) আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করবেন,  সাথে আপনার সঙ্গে আপনার সঙ্গীর একটি ছবি ইমেইল বা ফেসবুকের মাধ্যমে এখনই ডটকমের কাছে পাঠাবেন। আরও তথ্য এই অফিসিয়াল লিংকে দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.