ই-সিম চালু করলো রবি!

ডিজিটাল নেটওয়ার্কিং ব্যবস্থায় প্রবেশের অংশ হিসেবে দেশের অপারেটরগুলো ই-সিম জগতে প্রবেশ করছে। গ্রামীণফোন, বাংলালিংক এর পর এবার ই-সিম নেটওয়ার্কে যুক্ত হচ্ছে রবি। চলুন জেনে নেওয়া যাক রবি ই-সিম, রবি ই-সিম এর সুবিধা, কভারেজ ও সাপোর্টেড ডিভাইস সম্পর্কে বিস্তারিত।

রবি ই-সিম | Robi eSIM

ই-সিম বা এমবেডেড সিম কি সে সম্পর্কে ইতিমধ্যে কমবেশি সবার ধারণা রয়েছে। যারা জানেন না তাদের জন্য বলি, ই-সিম হলো অত্যাধুনিক সিম ব্যবস্থা যাতে প্লাস্টিকের সিম কার্ড ব্যবহার করে নয় বরং সফটওয়্যারের মাধ্যমে লগিন করে কোনো নেটওয়ার্কে যুক্ত হওয়া যায়। অর্থাৎ সহজ ভাষায় কোনো সিম কার্ড ছাড়া যে নেটওয়ার্ক সুবিধা পাওয়া যায় তাকে ই-সিম বলা হচ্ছে।

আমাদের দেশে ধীরে ধীরে ই-সিম এর প্রচলন শুরু হয়েছে। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে দেশের অপারেটরগুলো ই-সিম এর মত নতুন প্রযুক্তিসমূহ গ্রাহকের সুবিধার্থে নিয়ে আসছে দেশে। সেই সূত্র ধরেই রবি নিয়ে এলো ই-সিম সুবিধা। ফলে বাংলাদেশে একাধিক নেটওয়ার্কে ই-সিম ব্যবহারের সুবিধার প্রসার ঘটলো।

রবি ই-সিম কেনা যাবে অনলাইন ও অফলাইন উভয় উপায়ে। ই-সিম ও ফিজিক্যাল সিম এর প্যাকেজ একই থাকবে। ই-সিম কেনার ক্ষেত্রে সাধারণ সিম কেনার মতই সিম কিট পাবেন যেখানে থাকা কিউআর কোড স্ক্যান করে প্রোফাইল এড করতে পারবেন। 

রবি ই-সিম এর সুবিধাগুলো

  • ইসিম যেহেতু মোবাইল কানেকটিভিটি ব্যবস্থার ভবিষ্যৎ তাই এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যৎ-বান্ধব এক নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি হবে
  • ই-সিম ব্যবহার করে নেটওয়ার্ক ও প্ল্যান পরিবর্তন করা বেশ সহজ, এছাড়াও মোবাইল পরিবর্তন করাও বেশ সহজ ই-সিম এর ক্ষেত্রে
  • সাধারণ সিম এর চেয়ে ই-সিম অনেকটা নিরাপদ, ভুল হাতে যাওয়া কিংবা ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই ই-সিম এর ক্ষেত্রে

রবি ই-সিম সাপোর্টেড ডিভাইস

আইফোন

  • আইফোন এক্সএস সিরিজ
  • আইফোন ১১ সিরিজ
  • আইফোন ১২ সিরিজ
  • আইফোন ১৩ সিরিজ
  • আইফোন ১৪ সিরিজ

স্যামসাং

  • গ্যালাক্সি এস২১ সিরিজ
  • গ্যালাক্সি এস২২ সিরিজ
  • গ্যালাক্সি জি ফ্লিপ সিরিজ
  • গ্যালাক্সি জি ফোল্ড সিরিজ

গুগল পিক্সেল

  • গুগল পিক্সেল ৫ সিরিজ
  • গুগল পিক্সেল ৬ সিরিজ

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

Robi eSIM

👉 ই-সিম কি? eSIM ব্যবহারের সুবিধা কি?

রবি ই-সিম পরিষেবা

আপাতত রবি ই-সিম এর পরিষেবার এলাকা সীমিত থাকছে। রবি ই-সি পরিষেবা এলাকা নিম্নরুপঃ

  • বরিশাল লিসা প্লাজা, ১৪০/১ সদর রোড, (শহীদ মিনারের সামনে), বরিশাল
  • চট্টগ্রাম ইস্ট-কোস্ট সেন্টার (নিচ তলা, ৪৪০/৫৪৪, শেখ মুজিব রোড (ফারুক চেম্বারের বিপরীত দিকে), চৌমুহনী মোড়, আগ্রাবাদ, চট্টগ্রাম
  • চট্টগ্রাম আটলান্টা ট্রেড সেন্টার-গ্রাউন্ড ফ্লোর, ২৩/এ, এমএম আলী রোড, গোয়াল পাহাড় মুর, জিইসি, চট্টগ্রাম
  • চট্টগ্রাম রমনা টাওয়ার (নিচতলা), ৩৬/৭, সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম
  • দোকান ২১, ২৩, ২৫ ও ২৬ গোরোস্তান মার্কেট বান্দরবান মেইন রোড, বান্দরবান সদর।
  • ইব্রাহিম প্লাজা, টেকপাড়া (সিকদার মহলের কাছে), মেইন রোড, কক্সবাজার-৪৭০০
  • চাঁদপুর দোকান নং-০৬ (১ম তলা), পৌরা সুপার মার্কেট, ২১/১ মিজানুর রহমান চৌধুরী রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০০
  • কুমিল্লা বায়তুস সালাম, হোল্ডিং # ২২৩/২০১, ঝাউটোলা, কুমিল্লা
  • দোকান-১, এমএএস স্কয়ার (নিচ তলা) ৭২৭, ঢাকা রোড, আউটপাড়া, চান্দোনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর
  • রবি সেবা, বাড়ি- ৭৫৩ (নিচতলা), সাতমসজিদ রোড (স্টার কাবাব ধানমন্ডি ১৯ এর পাশে), ধানমন্ডি
  • নাফি টাওয়ার, নিচতলা, রবি কর্পোরেট অফিস, ৫৩ গুলশান সাউথ এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২
  • র‌্যাংগস টাওয়ার, ৬৮ পুরানা পল্টন, নিচতলা, ঢাকা (আজাদ প্রোডাক্টের বিপরীতে)
  • রবি সেবা, দোকান নং:০১৮(এ), ব্লক:ডি, যমুনা ফিউচার পার্ক (লেভেল-৪), কা-২৪৪, প্রগতি সরণি, বারিধারা, ঢাকা-১২২৯
  • হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর
  • এনজেড সেন্টার (নিচ তলা), বাড়ি ৫, রোড ১২, সেক্টর ৬, উত্তরা মডেল টাউন, ঢাকা
  • মুন্না টাওয়ার (নিচ তলা), ৭ কেডিএ এভিনিউ, খুলনা
  • নিশি প্লাজা, প্লট#১, এভিনিউ#৪, ব্লক-সি, সেকশন#৬, মিরপুর, ঢাকা-১২১২
  • নারায়ণগঞ্জ আক্তার স্কয়ার নিচতলা, ৬৮ বিবি রোড, উকিল পাড়া জামে মসজিদ সংলগ্ন, ২ নং রেলগেট নারায়ণগঞ্জ
  • সান ফ্লাওয়ার, (সিঙ্গার শো রুম সংলগ্ন), ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল
  • নিচতলা ও ১ম তলা, হোল্ডিং নং-১১৪/০১, ওয়ার্ড নং-২, বাঞ্চানগর, লক্ষ্মীপুর পৌরশোয়া, (লিল্লাহ জামে মসজিদের বিপরীতে, মহিলা কলেজের কাছে) লক্ষ্মীপুর সদর
  • ময়মনসিংহ নিচতলা, ৮ আরকে মিশন রোড, ময়মনসিংহ।
  • ফেনী মেট্রো ফেনী নাসিম ভূঁইয়া টাওয়ার, ৩১৬, এসএসকে রোড, ফেনী-৩৯০০
  • চৌধুরী প্লাজা, নিচতলা, ২৫১৫/১, করিমপুর রোড, চৌমুহনী, নোয়াখালী
  • বগুড়া আরডি টাওয়ার, শহীদ আব্দুল জব্বার রোড, কালীবাড়ি, জলেশ্বরীতলা, বগুড়া
  • সিলেট ১১৭-আজাদী, মিরবক্সটুলা, সিলেট

আপনার নিকটস্থ রবি ই-সিম সেবাকেন্দ্র খুঁজে নিতে পারেন উল্লেখিত তালিকা থেকে। অথবা রবি সাইট, রবি মোবাইল থেকে হেল্পলাইন ১২১ এ কল করেও জানতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *