নতুন ৩টি সস্তা এন্ড্রয়েড ফোন আনছে নকিয়া

নতুন তিনটি কম দামের এন্ড্রয়েড স্মার্টফোন প্রকাশ করেছে নকিয়া ফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল। স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে এই ঘোষণা এসেছে। নকিয়া ফোনের লাইসেন্সপ্রাপ্ত নির্মাতা হিসেবে এইচএমডি গ্লোবাল এবছর দারুণ খোশমেজাজে আছে। ২০২১ সালে কোম্পানিটি স্মার্টফোন ব্যবসায় বার্ষিক বিক্রয় আয়ের ৪১% প্রবৃদ্ধি অর্জন করেছে। এটা নিঃসন্দেহে নকিয়া ভক্তদের জন্যও একটি সুখবর।

এইচএমডি গ্লোবাল সব সময়ই গ্রাহকদের সাধ্যের মধ্যে ভাল স্মার্টফোন দিতে বদ্ধপরিকর। তারা ক্রেতাদের কথা মাথায় রেখেই ফোনের ফিচার এবং প্রাইসিং প্ল্যান করে থাকে। সদ্য প্রকাশিত তিন মডেলের নকিয়া এন্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম নেই।

কথা বলছিলাম নকিয়া সি২ (সেকেন্ড জেনারেশন), নকিয়া সি২১, এবং নকিয়া সি২১ প্লাস ফোনগুলো সম্পর্কে। নকিয়ার সি সিরিজ মূলত একদম বাজেট ক্রেতাদের কথা চিন্তা করে তৈরি। যারা কম দামে ভাল ফোন কিনতে চান তারা সি সিরিজের ফোনগুলো বিবেচনা করতে পারেন।

এবার চলুন জেনে নিই নতুন ঘোষণাকৃত এই তিন নকিয়া ফোনের বিস্তারিত তথ্য।

নকিয়া সি২১ প্লাস স্পেসিফিকেশন

প্রথমেই আসুন জেনে নিই নকিয়া সি সিরিজের লেটেস্ট ফোন সি২১ প্লাস সম্পর্কে। এটি একদম লোয়ার বাজেট থেকে শুরু করে মধ্যম দামের ফোন ক্রেতাদের জন্য ডিজাইন করা হয়েছে। এর বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট রয়েছে যা থেকে বাছাই করে নেয়া যাবে কাঙ্ক্ষিত ফোন।

Nokia C21 Plus
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১১ (গো এডিশন)
  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি এইচডি+, ২০:৯ এসপেক্ট রেশিও
  • প্রসেসরঃ ইউনিসক SC9863a অক্টাকোর, ১.৬গিগাহার্টজ
  • র‍্যামঃ ২/৩/৪জিবি
  • স্টোরেজঃ ৩২/৬৪জিবি
  • মেমোরি কার্ডঃ আছে
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০৫০ মিলিএম্প অথবা ৪০০০ মিলিএম্প (যেকোনো একটি বাছাই করা যাবে)
  • চার্জিংঃ ১০ওয়াট
  • নিরাপত্তাঃ ফিঙ্গারপ্রিন্ট, ফেইস আনলক, দুই বছর কোয়ার্টারলি সিক্যুরিটি আপডেট
  • নেটওয়ার্কঃ ৪জি

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

নকিয়া সি২১ স্পেসিফিকেশন

নকিয়া সি২১ ফোনটি সি২১ প্লাসের চেয়ে একটু বেশি সাশ্রয়ী। চলুন দেখি কী অফার করছে এই ডিভাইসটি।

নকিয়া সি২১ স্পেসিফিকেশন
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১১ (গো এডিশন)
  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি এইচডি+, ২০:৯ এসপেক্ট রেশিও
  • প্রসেসরঃ ইউনিসক SC9863a অক্টাকোর, ১.৬গিগাহার্টজ
  • র‍্যামঃ ২/৩জিবি
  • স্টোরেজঃ ৩২/৬৪জিবি
  • মেমোরি কার্ডঃ আছে
  • ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩০০০ মিলিএম্প
  • চার্জিংঃ ৫ওয়াট
  • নিরাপত্তাঃ ফিঙ্গারপ্রিন্ট, ফেইস আনলক, দুই বছর কোয়ার্টারলি সিক্যুরিটি আপডেট
  • নেটওয়ার্কঃ ৪জি

👉 নকিয়া ফোনের দাম ২০২২

নকিয়া সি২ সেকেন্ড এডিশন স্পেসিফিকেশন

নকিয়া সি২ (২০২২) স্মার্টফোনটি এই লিস্টের সবচেয়ে কম দামের ডিভাইস। এর ফিচারগুলোও সেভাবে সাজানো হয়েছে। তবে যারা এই ফোনটির প্রাইস রেঞ্জের মধ্যে আগ্রহী, তাদের প্রয়োজন এটি ভালই মেটাবে আশা করা যায়। দেখে নিন নকিয়া সি২ সেকেন্ড এডিশনের স্পেসিফিকেশনগুলো।

নকিয়া সি২ ২০২২
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১১ (গো এডিশন)
  • ডিসপ্লেঃ ৫.৭ ইঞ্চি FWVGA+ (৪৮০x৯৬০), ১৮:৯ এসপেক্ট রেশিও
  • প্রসেসরঃ কোয়াডকোর, ১.৫গিগাহার্টজ (চিপসেটের নাম প্রকাশ করা হয়নি)
  • র‍্যামঃ ১/২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • মেমোরি কার্ডঃ আছে
  • ব্যাক ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৪০০ মিলিএম্প
  • চার্জিংঃ ৫ওয়াট
  • নিরাপত্তাঃ ফেইস আনলক, দুই বছর কোয়ার্টারলি সিক্যুরিটি আপডেট
  • নেটওয়ার্কঃ ৪জি

নকিয়া সি২ সেকেন্ড এডিশনের দাম শুরু হবে ৮৯ ডলার থেকে (বাংলাদেশি টাকায় ৭৭০০ টাকার মত)। অপরদিকে নকিয়া সি২১ এর দাম শুরু হবে ১১০ ডলার থেকে যা বাংলাদেশি টাকায় ৯৫০০ টাকার মত হয়। আর নকিয়া সি২১ প্লাসের দাম ১৩৩ ডলারে শুরু হবে যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ১১৫০০ টাকার মত হয়।

👉 নকিয়া বাটন মোবাইল (২০২২)

সবগুলো ফোনের ডুয়াল সিম ভার্সন পাওয়া যাবে। তিনটি ফোনই এপ্রিলের মধ্যে বাজারে আসতে শুরু করবে। তবে বাংলাদেশে কবে আসবে কিংবা এর চূড়ান্ত দাম দেশের বাজারে কেমন হবে তা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

কেমন লাগল নতুন সাশ্রয়ী নকিয়া এন্ড্রয়েড ফোনগুলো? আপনি কি এর কোনো একটি কিনতে আগ্রহী? কমেন্টে জানানোর অনুরোধ রইল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *