সেলফিন কি, সেলফিন একাউন্ট খোলার সুবিধা, সেলফিন একাউন্ট খোলার নিয়ম, সেলফিন ব্যবহারের খরচ, ইত্যাদি সম্পর্কে এই পোস্টে বিস্তারিত জানবেন।
সেলফিন কি?
সেলফিন (CellFin) হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) এর ডিজিটাল ওয়ালেট সার্ভিস। বিশ্বের শীর্ষ ১০০০ ব্যাংকের তালিকায় রয়েছে ইসলামী ব্যাংক, আর সেলফিন হলো এই ইসলামী ব্যাংক এর একটি সেবা।
ব্যাংক একাউন্ট ছাড়া শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে সেলফিন একাউন্ট খোলা যাবে। বিকাশ, রকেট, নগদ, ইত্যাদি জনপ্রিয় ভার্চুয়াল ওয়ালেট সেবার সাথে তাল মিলিয়ে চলতে দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের এই ডিজিটাল ওয়ালেট সেবা চালু করেছে।
সেলফিন দিয়ে ব্যাংকিং করার সুবিধাগুলো
- ব্যাংক একাউন্ট, ভিসা, মাস্টারকার্ড, ইত্যাদি মাধ্যম থেকে এড মানি করা
- যেকোন ব্যাংক একাউন্টে সেন্ড মানি করা
- বৈদেশিক রেমিট্যান্স গ্রহণ করা
- এটিএম থেকে কার্ড-বিহীন ক্যাশ উইথড্র সিস্টেম
- কিউআর ভিত্তিক পয়েন্ট অফ সেল (POS) পারচেজ
- বিকাশ একাউন্টে টাকা এড করা
- ই-কমার্স ট্রানজেকশন
- বিল ও অন্য ধরনের পেমেন্ট
- মোবাইল টপ-আপ
- ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার
- রিকোয়েস্ট মানি
- আইবিবিএল ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / প্রিপেইড কার্ড / এমক্যাশ একাউন্ট এড করা
- ইসলামী ব্যাংক একাউন্ট এড করা
- বিভিন্ন ধরনের অফার ও প্রোমোশন
- রিওয়ার্ড কার্ড ও কুপন
এছাড়া আরও অনেক সুবিধা যুক্ত হচ্ছে প্রতিনিয়ত।
সেলফিন কেনো ব্যবহার করবেন
ইসলামী ব্যাংক এর সেলফিন ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যাবে। যেমনঃ
- মোবাইল অ্যাপ ব্যবহার করে দ্রুত টাকা লেনদেন করা যাবে
- ঘরে বসে যে কোনো ধরনের বিল পেমেন্ট করা যাবে
- দেশের যেকোনো সিম অপারেটরে রিচার্জ করা যাবে
- সাপোর্টেড সকল শপিং মল কিংবা অনলাইন শপ থেকে কেনাকাটার পেমেন্ট করা যাবে
- অন্য কাউকে টাকা পাঠানোর অনুরোধ করতে পারবেন
- দেশের যেকোনো লোকাল নাম্বারে ব্যবহার করা অন্য সেলফিন ব্যবহারকারীকে টাকা পাঠানো যাবে
- দেশের বাইরে থাকা অবস্থাতেও অ্যাপ ব্যবহার করে ডিজিটাল ওয়ালেট ম্যানেজ করা যাবে
- দেশের মধ্যে ব্যবহারের জন্য ভিসা কার্ড নিতে পারবেন
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
যেসব মাধ্যম থেকে এড মানি করা যাবে
একাধিক মাধ্যমে সেলফিন একাউন্টে এড মানি বা টাকা এড করা যাবে। যেমনঃ
- ভিসা
- মাস্টারকার্ড
- আইবিবিএল ডেবিট কার্ড
- আইবিবিএল খিদমাহ কার্ড
- আইবিবিরল একাউন্ট
- মোবাইল ব্যাংকিং (এম ক্যাশ)
- ডাইনারস
সেলফিন একটি ডিজিটাল ওয়ালেট, যার ফলে এটি ব্যবহার করে বিকাশ, রকেট, নগদ, ইত্যাদি একাউন্টে এড মানি করা যাবে। বিকাশ, রকেট বা নগদ অ্যাপে প্রবেশ করে এড মানি অপশন সিলেক্টের পর সেলফিন (CellFin) সিলেক্ট করে এসব মোবাইল ব্যাংকিংয়ে এড মানি করা যাবে।
সেলফিন একাউন্ট খোলার জন্য কি লাগবে?
ব্যাংকে যাওয়া ছাড়া কিংবা কোনো ধরনের ব্যাংক একাউন্ট ছাড়াই খোলা যাবে সেলফিন একাউন্ট। সেলফিন একাউন্ট খুলতে যা যা লাগবেঃ
- বয়স কমপক্ষে ১৮বছর হতে হবে
- এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র কার্ড থাকতে হবে
- সচল একটি সিমকার্ড
- একটি স্মার্টফোন যাতে সেলফিন অ্যাপ ব্যবহার করা যাবে
সেলফিন একাউন্ট ওপেন করা নিয়ম
সেলফিন একাউন্ট ওপেন করতে হলে প্রয়োজন হবে সেলফিন অফিসিয়াল অ্যাপ এর। সেলফিন অ্যাপ ডাউনলোড করতে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে “CellFin / সেলফিন” লিখে সার্চ করুন। অথবা এখানে ক্লিক করে এন্ড্রয়েডের জন্য ডাউনলোড করুন।
অ্যাপ ইন্সটল হওয়ার পর Register অপশনে ট্যাপ করে সেলফিন একাউন্টের মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড সেট করুন। পরবর্তী ধাপে ফোনে একটি ওটিপি কোড আসবে, সেটি প্রদান করে পরবর্তী ধাপে চলে যান।
তারপরের ধাপে আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের ছবি প্রদান করতে বলা হবে। প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আপনার এনআইডি কার্ডের ছবি তুলে আপলোড করুন। এনআইডি কার্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে সকল তথ্য স্ক্যান করে নিবে। প্রদত্ত তথ্যগুলো সঠিক আছে কিনা তা দেখে একাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন করুন।
উল্লেখিত পদ্ধক্তিতে সেলফিন একাউন্ট খোলার পর একাউন্ট ভেরিফিকেশনের জন্য ২ থেকে ৩ দিন অপেক্ষা করুন। এই সময়ের মধ্যে সেলফিন একাউন্ট ভেরিফাই হয়ে যাবে। কয়েকদিনের মধ্যে সেলদিন একাউন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া সফল না হলে 16259, 09611016259, এবং (+880)-2-8331090 নাম্বারে কল দিয়ে একাউন্ট সংক্রান্ত সমস্যা তুলে ধরুন।
সেলফিন ব্যবহারের খরচ
সেলফিন এর অধিকাংশ সেবা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে কিছু নির্দিষ্ট সেবার ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে। সেলফিন ব্যবহারের খরচ সম্পর্কে একনজরে তুলে ধরা হলো।
লেনদেন এর ধরন | চার্জ |
আইবিবিএল একাউন্ট বা ডেবিট কার্ড থেকে এড মানি | ফ্রি |
ক্রেডিট কার্ড (খিদমাহ) থেকে এড মানি | ০.৭% (+ভ্যাট) |
অন্য ব্যাংক থেকে এড মানি | ২% |
মোবাইল ক্যাশ (mCash) থেকে এড মানি | ১% |
অন্য সেলফিন একাউন্ট টাকা পাঠানো | ফ্রি |
ব্যাংক একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে ট্রান্সফার | ৫টাকা |
ফান্ড ট্রান্সফার (NPSB) | ০.০০০৩% (১০০ টাকা পর্যন্ত) |
ফান্ড ট্রান্সফার (EFT) | ০.০০০৩% (১০০ টাকা পর্যন্ত) |
এটিএম থেকে ক্যাশ উইথড্র | ফ্রি |
রেমিট্যান্স রিসিভ | ফ্রি |
পেমেন্ট | ফ্রি |
আপনি কি ইসলামী ব্যাংকের সেলফিন ডিজিটাল ওয়ালেট সেবা ব্যবহার করেন? আমাদের জানান কমেন্ট সেকশনে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
Very good 👍