গ্রামীণফোন ফ্রি ফেসবুক ব্যবহারের জন্য যা খেয়াল রাখা জরুরি

গ্রামীণফোনে ফ্রী ফেসবুক ব্যবহার করার একটি সুবিধা চালু হয়েছে বেশ অনেকদিন আগে। আরও নির্দিষ্ট করে বললে, সেবাটি গত বছরের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। কিন্তু এতদিন পরেও এখনো অনেক গ্রাহক এই সেবাটি ব্যবহার করতে গিয়ে অনেক প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন। কেউ কেউ বলছেন তাদের টাকা কেটে নিচ্ছে, আবার অনেকে বলছেন তারা সেবাটি ব্যবহারই করতে পারছেন না। 

প্রথমেই আমাদের যেটা মনে রাখতে হবে, যে কোন অফারের সাথে বেশ কিছু শর্ত দেয়া হয়ে থাকে। সবগুলো শর্ত সঠিক ভাবে খেয়াল না করলে অফার গুলোর সুবিধা ঠিকঠাক নেয়া সম্ভব হয় না। গ্রামীণফোনের এই ফ্রি ফেসবুক অফারটির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সেবাটি আপনি ভালোভাবে ব্যবহার করতে চাইলে বা এর সুবিধা উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই এর শর্ত বা নিয়মগুলো জানতে হবে।

অন্যথায় দেখা যাবে আপনি বিনামূল্যে ফেসবুক ব্যবহার করতে গিয়ে শুধু শুধু মোবাইলের টাকা কেটে নিচ্ছে অথবা আপনি আদৌ সেবাটি চালু করতে পারছেন না। এই পোস্টে আমরা জানবো গ্রামীণফোনে বিনামূল্যে ফেসবুক ব্যবহারের জন্য যেসব বিষয় খেয়াল রাখা অত্যন্ত জরুরী সে সম্পর্কে। 

বিষয়গুলো নিচে বর্ণনা করা হলো।

বিনামূল্যের ফেসবুক অফার যখন আপনার জন্য প্রযোজ্য হবে

জিপির ফ্রি ফেসবুক অফার কিন্তু সব গ্রাহকের জন্য সবসময় প্রযোজ্য থাকেনা। এটা আপনার জিপি মোবাইলের ইন্টারনেট ব্যালেন্সের উপর নির্ভর করে। যখন আপনার মোবাইলে এমবি বা ইন্টারনেট ডেটা ব্যালেন্স ০ (শূন্য) হয়ে যায় শুধুমাত্র তখন আপনি বিনামূল্যে ফেসবুক ব্যবহার করার অফারটি ব্যবহারের জন্য উপযোগী বলে বিবেচিত হবেন। এতে আরও কিছু শর্ত রয়েছে যা এই পোস্টের পুরোটা পড়লে জানতে পারবেন।

এই অফারের আওতায় যেসব সুবিধা পাওয়া যাচ্ছে

দেশের বিপুল সংখ্যক মোবাইল ইউজারদের যোগাযোগের সুবিধার্থে এই ফ্রি ফেসবুক অফার চালু করেছে মোবাইল অপারেটরগুলো। এর আওতায় বিনামূল্যে ফেসবুক (টেক্সট অনলি), ফ্রি মেসেঞ্জার (টেক্সট অনলি), এবং ফ্রি টেক্সট অনলি ইন্টারনেট ব্রাউজিং সেবা (ফেসবুক ডিসকভার) প্রদান করা হচ্ছে।

যেসব ডিভাইসে জিপির ফ্রি ফেইসবুক চালানো যাবে

গ্রামীণফোনের এই ফ্রি ফেইসবুক অফারটির নাম হচ্ছে ফেসবুক অটোফ্লেক্স। এছাড়া এটি টেক্সট-অনলি-ফেসবুক নামেও পরিচিত। কেননা এই অফারের আওতায় ফেসবুক চালালে তাতে কোনো ছবি বা ভিডিও দেখা যায়না। শুধু লেখা দেখা যাবে। কিছু কিছু ইমোজিও দেখা যেতে পারে। তবে এজন্য ডিভাইসেরও কিছু শর্ত আছে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

আপনি এন্ড্রয়েডে ফেসবুক অ্যাপ, ফেসবুক লাইট অ্যাপ, মেসেঞ্জার, এবং এন্ড্রয়েড ফোনের ব্রাউজার থেকে বিনামূল্যে এই টেক্সট অনলি ফেসবুক ব্যবহার করতে পারবেন।

আইফোনে ফেসবুক অ্যাপ অথবা আইফোনের মেসেঞ্জার অ্যাপে এই ফ্রি ফেসবুক ও ফ্রি মেসেঞ্জার ব্যবহার করা যাবেনা। তবে আপনি চাইলে আইফোনের সাফারি ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজার প্রভৃতি অ্যাপের মাধ্যমে ফেসবুকের মোবাইল ওয়েবসাইট ভিজিট করে টেক্সট-অনলি ফেসবুক ব্রাউজিং এবং টেক্সট-অনলি ফেসবুক মেসেজিং সেবা ব্যবহার করতে পারবেন।

যে ক্ষেত্রে আপনার মোবাইল একাউন্ট থেকে টাকা কেটে নেয়া হবে

গ্রামীণফোনের এই ফ্রি টেক্সট-অনলি ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে যেসব শর্ত আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে জিপির ‘পে অ্যাজ ইউ গো’ ডাটা প্ল্যান। আপনার জিপি সিমে থাকা ইন্টারনেট ডাটা ব্যালেন্স বা এমবি ব্যালেন্স যদি শেষ হয়ে যায় তখন আপনার সিমে যদি কোনো টাকা ব্যালেন্স থাকে তাহলে নিজে নিজেই জিপির ‘পে অ্যাজ ইউ গো’ ডাটা প্ল্যান চালু হয়ে যায়। 

গ্রামীণফোন ফ্রি ফেসবুক ব্যবহারের সময় যা খেয়াল রাখা জরুরি

অর্থাৎ, আপনার মূল জিপি সিম একাউন্টে (*৫৬৬#) যদি কোনো টাকা থাকে তাহলে এই পে অ্যাজ ইউ গো ডাটা প্ল্যান চালু হবে। এই প্ল্যানের আওতায় প্রতি এমবি ১.২২ টাকা চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ৬.০৮৭৫ টাকা (VAT,SD,SC অন্তর্ভুক্ত) পর্যন্ত। এরপর আপনার মোবাইলে টাকা থাকলেও আর টাকা কাটা হবেনা। এবং তখন থেকেই আপনি ফেসবুক অ্যাপ অথবা মোবাইল ব্রাউজার থেকে টেক্সট অনলি ফেসবুক ফ্রি ব্যবহার করতে পারবেন।

পরবর্তী ডাটা প্যাক কেনার আগে পর্যন্ত আপনি এই ফ্রি অফার চালাতে পারবেন। মনে রাখবেন, আপনার একাউন্টের মেয়াদ শেষ হয়ে গেলে যেমন আপনি ফোন থেকে কল করতে পারবেন না, ঠিক তেমনি ফ্রি ফেসবুকও চালাতে পারবেন না।

👉 ফেসবুক থেকে আয় করার উপায়

কোনো টাকা খরচ না করে যেভাবে এই ফেসবুক চালানো যাবে

একটু আগেই যেমনটি বললাম, আপনার এমবি ব্যালেন্স জিরো হওয়ার পরেও মূল জিপি সিমের একাউন্টে টাকা থাকলে সেখান থেকে Pay As You Go প্ল্যানের আওতায় প্রতি এমবি ১.২২ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ৬.০৮৭৫ টাকা (VAT,SD,SC অন্তর্ভুক্ত) পর্যন্ত। এরপর আর টাকা কাটা হবেনা। এরপর আপনার সিমে ফ্রি ফেসবুক সুবিধা চালু হবে। কিন্তু আপনি যদি এই খরচ এড়াতে চান তাহলে কী করতে হবে? সেক্ষেত্রে আপনি যদি আপনার একাউন্ট ব্যালেন্স আগেই শূন্য করে রাখেন তাহলে কোনো টাকা খরচ না করেই সরসরি টেক্সট অনলি ফেসবুক ও মেসেঞ্জার চালাতে পারবেন।

আজকাল অনেকেই বিকাশ, রকেট কিংবা রিচার্জের দোকান থেকে সরাসরি মিনিট ও ডাটা প্যাক কিনে থাকেন। এভাবে করলে সাধারণত ফোনের মূল একাউন্টে কোনো টাকা জমা হয়না। বরং মিনিট ও এমবি ব্যালেন্স জমা হয়। ফলে আপনি যদি এসব ট্রিক্স ফলো করে ফোনের একাউন্টে টাকার ব্যালেন্স জিরো করে রাখেন তাহলে আর পে অ্যাজ ইউ গো প্ল্যান চালু হবেনা। আপনি এমবি ব্যালেন্স শেষ হলে কোনো খরচ ছাড়াই সাথে সাথে টেক্সট অনলি ফেসবুক ও টেক্সট অনলি মেসেঞ্জার চালাতে পারবেন।

আপনি কি গ্রামীণফোনের ফ্রী টেক্সট অনলি ফেসবুক ব্যবহার করেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানানোর অনুরোধ রইল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *