কম দামে নতুন স্যামসাং স্মার্টফোন

কম দামে যারা স্যামসাং এর ফোন খুঁজছেন, তাদের জন্য স্যামসাং অফিসিয়ালি দেশের বাজারে নিয়ে আসলো স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর। খুব সাধারণ ব্যবহারকারীদের জন্য স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ফোনটি আদর্শ পছন্দ হতে পারে।

৬.৫ইঞ্চির এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ডুয়াল সিমের এই ফোনে উভয় সিমে ৪জি ব্যবহার করা যাবে। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ১.৬গিগাহার্জ এর ইউনিসক প্রসেসর। ২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ রয়েছে ফোনটিতে।

স্টোরেজ এসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে। ফোনটি চলবে ওয়ান ইউআই ৩.১ কোর দ্বারা, যা  বেশ অপটিমাইজড হওয়ার কারণে বেশ অসাধারণ পারফরম্যান্স প্রদান করবে।

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ফোনটির ব্যাক রয়েছে ৮মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরা ব্যবহার করে সর্বোচ্চ ৩০এফপিএস এ ১০৮০পি রেজ্যুলেশনে ভিডিও করা যাবে। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ৫মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি রয়েছে, যা দাম বিবেচনায় দারুণ একটি সংযোজন। 

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ফোনটি পাওয়া যাবে শুধুমাত্র ২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর এর দাম ৯,৬৯৯।

ফোনটি স্যামসাং স্টোর থেকে অফিসিয়ালি কিনলে পাবেন ১০১দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও গিফট হিসেবে একটি ফ্রি টিশার্ট ।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর

একনজরে স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর এর ফিচারসমূহ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্পেসিফিকেশন বিবেচনায় আপনার কাছে স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ফোনটি কেমন লেগেছে? ফোনটি সম্পর্কে আপনার মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে।

👉 স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২২

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

5 comments

    • আরাফাত বিন সুলতান Reply

      মূল্য পোস্টের মধ্যে দেওয়া আছেঃ ৯ হাজার ৭০০ টাকার মত। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *