ফ্রিল্যান্সারদের স্মার্টফোন জেতার সুযোগ দিচ্ছে বিকাশ

ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা আয় করে সেই অর্থ দেশে নিয়ে আসার পথে অনেক সময় সমস্যার সম্মুখীন হন ফ্রিল্যান্সাররা। কোনো সময় প্রত্যাশার থেকে কয়েকদিন বেশি চলে যায় ব্যাংক একাউন্টে টাকা আসতে। আবার কিছু কিছু ক্ষেত্রে লেনদেনের খরচ অত্যাধিক হয়ে যায়। এতে করে ফ্রিল্যান্সারদের কষ্টার্জিত টাকা প্রয়োজনের সময় হাতে না আসার কারণে হতাশাগ্রস্ত হন তারা।

কিন্তু বিকাশের নতুন একটি সেবা “রেমিট্যান্স” ব্যবহার করে আউটসোর্সিং এর কাজ করে আয় করা অর্থ দ্রুত দেশে আনা সম্ভব হবে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিজের বিকাশ একাউন্ট এ চলে আসবে বিভিন্ন পদ্ধতিতে অনলাইন ইনকাম এর অর্জিত অর্থ। আর সেবাটির উদ্বোধন উপলক্ষ্যে বিকাশ দিচ্ছে আকর্ষণীয় একটি অফার। আপনি বিকাশের নতুন এই “রেমিট্যান্স” সেবা ব্যবহার করে জিতে নিতে পারেন একটি স্মার্টফোন!

হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিকাশের নতুন এই রেমিট্যান্স সেবা ব্যবহার করে পেওনিয়ার থেকে বিকাশ একাউন্টে টাকা আনলে প্রতিদিন একজন ব্যবহারকারী পাবেন ব্র্যান্ড নিউ স্মার্টফোন। আপনি যত বেশি টাকা পেওনিয়ার থেকে বিকাশে আনবেন আপনার স্মার্টফোন জেতার সুযোগ তত বেশি হবে।

প্রতিদিন স্মার্টফোন অফারের বিস্তারিত

  • পেওনিয়ার একাউন্ট থেকে বিকাশ একাউন্টে সর্বোচ্চ পরিমাণ টাকা ট্রান্সফার করে একটি স্মার্টফোন জিতে নিতে পারবেন। 
  • এই অফারটি ১০ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 
  • একদিনে অন্তত ১৫,০০০ টাকা পেওনিয়ার থেকে বিকাশে আনলে এই ফোন জেতার সুযোগ পাবেন। 
  • যদি সর্বোচ্চ একই পরিমাণ টাকা একাধিক গ্রাহক একই দিনে এনে থাকেন তাহলে যে আগে ট্র্যান্সফার করেছেন সে বিজয়ী হবেন। 
  • একজন গ্রাহক ১বারই এই পুরস্কার পাবেন। 
  • বিকাশ অ্যাপ ব্যবহার করে লেনদেন করতে হবে। 
  • বিজয়ীদের তালিকা অফারের মেয়াদ শেষ হওয়ার পর ঘোষণা করা হবে। 

শুধু তা ই নয়! পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনলে গ্রহণকৃত অর্থের উপর ২% বোনাস দেবে বিকাশ। এই ২% বোনাসের অফার ১০ ফেব্রুয়ারি ১০ মার্চ, ২০২২ পর্যন্ত চলবে। 👉 বিকাশে ৪০০ টাকা ফ্রাইডে বোনাস পেতে করণীয় জানুন

শর্তাবলী

  • বিকাশ ব্যবহারকারী তার চালু থাকা পেওনিয়ার একাউন্ট থেকে যথেষ্ট ব্যালেন্স থাকলে বিকাশে টাকা এনে অফারটিতে অংশ নিতে পারবেন।
  • পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার জন্য একই নামে পেওনিয়ার ও বিকাশ একাউন্ট খোলা থাকতে হবে।
  • বিকাশ একাউন্ট ও পেওনিয়ার একাউন্টে কোন সমস্যা থাকলে সেবাটি ব্যবহারযোগ্য না ও হতে পারে।
  • কোনো পূর্ব ঘোষণা না দিয়েই বিকাশ এই অফারের যেকোনো শর্ত পরিবর্তন করার অধিকার রাখে।

আরো জানুনঃ বিকাশে ফ্রিল্যান্সারদের টাকা আনার দারুণ সুবিধা এলো!

ফ্রিল্যান্সারদের স্মার্টফোন জেতার সুযোগ দিচ্ছে বিকাশ

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

এই অফারটি নিয়ে আপনার কী মতামত? আপনি কি এটি গ্রহণ করবেন? আপনি কি পেওনিয়ার থেকে বিকাশে টাকা ট্র্যান্সফার করেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *