বিকাশে ৪০০ টাকা ফ্রাইডে বোনাস পেতে করণীয়

বিভিন্ন চমৎকার অফার নিয়ে বিকাশ সব সময় গ্রাহকদের আর্থিক সেবা দিয়া আসছে। তবে বেশ কিছু দিন আগে আরেকটি আকর্ষণীয় অফার ঘোষণা করেছে বিকাশ যা নিয়ে আমরা আপনাদের শুরুতেই জানিয়েছি।

অফারটি হলো: ফেব্রুয়ারী ৪ থেকে মার্চ মাসের ৪ তারিখ পর্যন্ত প্রতি শুক্রবার আপনার ব্যাংক থেকে ১৫০০ টাকা বিকাশে অ্যাড মানি করলে আপনি পাবেন ১০০ টাকা বোনাস, ২ কার্যদিবসের মধ্যে! এই বিকাশ বোনাস অফারটি পেতে হলে আপনার যা যা লাগবে:

  • ইন্টারনেট ব্যাঙ্কিং সুবিধা দেয় এমন ব্যাঙ্ক একাউন্ট
  • আপনার বিকাশ একাউন্টের সাথে আপনার ইন্টারনেট ব্যাঙ্ক একাউন্টের সংযোগ
  • ফেব্রুয়ারী ৪ থেকে মার্চ মাসের ৪ তারিখ পর্যন্ত প্রতি শুক্রবারে ১৫০০ টাকা আপনার ব্যাঙ্ক একাউন্ট থেকে বিকাশ একাউন্ট এ ট্রান্সফার করতে হবে

অফারটি শুরু হয়েছে ৪র্থ ফেব্রুয়ারি থেকে এবং মার্চের ৪ তারিখ পর্যন্ত অফার টি চলবে। সুতরাং আর মাত্র ৪ শুক্রবার বাকি। এর মধ্যে সর্বমোট ৪০০ টাকা বোনাস পেতে পারেন!

  • ১১ ফেব্রুয়ারি ২০২২;
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২২;
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২২; এবং
  • ৪ মার্চ, ২০২২ তারিখ

এই অফারটির সঙ্গে কিছু শর্ত প্রযোজ্য রয়েছে যা আমাদের জানা দরকার:

১। যে বিকাশ একাউন্ট এ অ্যাড মানি করা হবে, সেই একাউন্টেই বোনাস প্রদান করা হবে।

২। বিকাশ অ্যাপ ও API এর মাধ্যমে অ্যাড মানি’র ক্ষেত্রে অফারটি প্রযোজ্য হবে।

৩। আপনার ব্যাংকের iBanking অর্থাৎ ইন্টারনেট ব্যাঙ্কিং সুবিধা ব্যবহার করতে হবে। ব্যাংকের অ্যাপ অথবা ব্যাংকের সাইট থেকে টাকা বিকাশে পাঠাতে হবে।

৪। প্রতি শুক্রবার ১৫০০ টাকা ট্রান্সফার করতে হবে আপনার ব্যাংক থেকে বিকাশে।

৫। অফারটি শুধু শুক্রবারে, একদিনে এক বারই পাওয়া যাবে।

৬। অফারটির মাধ্যমে একবারে ১০০ টাকা বোনাস পাওয়া যাবে। ২ কর্মদিবসের মধ্যে বোনাস চলে আসবে।

৭। একসাথে ১৫০০ টাকা ট্রান্সফার করতে হবে। কম-বেশি বা আলাদাভাবে করলে হবেনা।

👉 ব্যাংক থেকে বিকাশে টাকা নেয়ার নিয়ম জানতে ক্লিক করুন

যেহেতু একটি শুক্রবার ইতোমধ্যে পেরিয়ে গেছে, আর বাকি ৪টি শুক্রবার পর্যন্ত অফারটির মেয়াদ থাকবে। আশা করি সকলেই অফারটির সুবিধা উপভোগ করবেন।

বিকাশ

iBanking এর মাধ্যমে এই মুহূর্তে শুধুমাত্র নিচের ব্যাংকগুলো থেকে বিকাশে টাকা পাঠানো যাচ্ছেঃ

  • স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক,
  • সিটি ব্যাংক,
  • ঢাকা ব্যাংক,
  • ব্র্যাক ব্যাংক,
  • মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক,
  • মিডল্যান্ড ব্যাংক,
  • ব্যাংক এশিয়া,
  • ইস্টার্ন ব্যাংক,
  • যমুনা ব্যাংক,
  • এনআরবি কমার্শিয়াল ব্যাংক,
  • সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড,
  • কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড,
  • এনসিসি ব্যাংক,
  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড,
  • মধুমতি ব্যাংক লিমিটেড,
  • সাউথইস্ট ব্যাংক লিমিটেড,
  • ট্রাস্ট ব্যাংক লিমিটেড,
  • এনআরবি ব্যাংক,
  • ইউনিয়ন ব্যাংক লিমিটেড,
  • পদ্মা ব্যাংক লিমিটে,
  • সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড,
  • সীমান্ত ব্যাংক লিমিটেড,
  • স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড,
  • এক্সিম ব্যাংক
  • প্রাইম ব্যাংক

আরো আছে সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক।

👉 বিকাশে ফ্রিল্যান্সারদের টাকা আনার দারুণ সুবিধা এলো!

উপরের ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং সার্ভিস অথবা ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে শুধুমাত্র বিকাশ কাস্টমার একাউন্টে ফান্ড ট্রান্সফার করা যাবে। সোনালী ও অগ্রণী ব্যাংক একাউন্ট হোল্ডাররা সরাসরি বিকাশ অ্যাপ থেকেই লিংকড একাউন্ট সার্ভিস ব্যবহার করে তাদের ব্যাংক ও বিকাশ একাউন্টের মধ্যে ফান্ড ট্রান্সফার করতে পারবেন।

আপনি কি অফারটি গ্রহণ করেছেন? টাকা পেয়েছেন? জানান কমেন্টে!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

3 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *