সকল নতুন সিম অফার ২০২২

রবি নতুন সিম অফার ২০২২ – Robi New Sim Offer 2022

রবি নতুন সিম কিনলেই পাওয়া যাবে অনেক রকম অফার। সাশ্রয়ী বিভিন্ন ডাটা প্যাক এর পাশাপাশি ইন্টারনেট প্যাক পাওয়া যাবে সম্পুর্ণ বিনামূল্যে।

১২ মাসে ১২ বার ফ্রি ১ জিবি ইন্টারনেট – Free 1 GB Data for 12 Months

রবি নতুন সিম এ ফ্রি ১ জিবি ইন্টারনেট পাওয়া যাবে। এই অফারটি সিম এক্টিভেশনের প্রতি ৩১ দিনে অর্থাৎ প্রতি মাসে একবার করে পাওয়া যাবে। তবে প্রতি মাসে ফ্রি ১ জিবি ইন্টারনেট হলে উক্ত মাসে নতুন সিমে গ্রাহককে কমপক্ষে ৫০ টাকা ব্যবহার করতে হবে। তাহলেই ফ্রি ১ জিবি ইন্টারনেট পাওয়া যাবে। ১ জিবি ফ্রি ইন্টারনেট এর মেয়াদ ৭ দিন।

রবি ৪২ টাকা রিচার্জ অফার – Robi 42 TK Recharge Offer

নতুন রবি সিম কেনার পর প্রথমবার ৪২ টাকা রিচার্জ করে গ্রাহকগণ পাবেন – ৩৪ টাকা একাউন্ট ব্যালেন্স, ৭ দিন মেয়াদের ২ জিবি ইন্টারনেট, ৭ দিন মেয়াদের ৮ মিনিট, ৩০ দিনের জন্য ৪৮ পয়সা প্রতি মিনিট কল রেট।

রবি নতুন সিমে ২৩ টাকায় ১ জিবি ইন্টারনেট – Robi New Sim 1 GB Internet @ 23 TK Recharge

নতুন সিন কেনার পর ১২ মাস পর্যন্ত ২৩ টাকা রিচার্জ করলে পাওয়া যাবে ১ জিবি ৪জি  ইন্টারনেট। অফারটি প্রতি ১৫ দিনে একবার নেওয়া যাবে। অর্থাৎ ২৪ টাকা রিচার্জে ১ জিবি ৪ জি ইন্টারনেট অফারটি ১২ মাসে সর্বমোট ২৪ মাস নেওয়া যাবে।

রবি ৫৯ টাকায় ৯০ মিনিট – Robi 90 Minutes @ 59 TK Recharge

রবি নতুন সিমে ৫৯ টাকা রিচার্জ করে পাওয়া যাবে ৯০ মিনিট। এই ৯০ মিনিট এর মেয়াদ ১০ দিন।

রবি নতুন সিমে ৯ টাকায় ১ জিবি – Robi New Sim 1 GB Internet @ 9 TK Recharge

গুগল এ সার্চ করলে রবি নতুন সিম এর এই অফারটি সবচেয়ে বেশি চোখে পড়ে। তবে রবি নতুন সিমে অফিসিয়ালি “৯ টাকা রিচার্জে ১ জিবি ইন্টারনেট” এই ধরনের কোনো অফার নেই।

গ্রামীণফোন নতুন সিমের অফার ২০২২  – Grameenphone New Sim Offer 2022

গ্রামীণফোন এর সকল নতুন সিম এর সকল প্যাকেজেই পাওয়া যাবে বিভিন্ন ধরনের ইন্টারনেট, মিনিট ও রিচার্জ অফার।

গ্রামীনফোন নতুন সিম প্রথম রিচার্জ অফার – Grameenphone New Sim First Recharge Offer

নতুন গ্রামীণফোন সিম কেনার পর প্রথমবার ৩৪ টাকা রিচার্জ করলে পাওয়া যাবে যেকোনো লোকাল নাম্বারে ১ পয়সা / সেকেন্ড কলরেট। এছাড়াও পাওয়া যাবে ফ্রি ১ জিবি ইন্টারনেট ও ২ টি এমএমএস। ফ্রি ১ জিবি ইন্টারনেট ও এমএমএস এর মেয়াদ ৭ দিন। বোনাস ও মেয়াদ চেক করা যাবে *121*1*2# ডায়াল করে।

গ্রামীনফোন নতুন সিম দ্বিতীয় রিচার্জ অফার – Grameenphone New Sim Second Recharge Offer

গ্রামীণফোন নতুন সিমে দ্বিতীয়বার ৬৬ টাকা রিচার্জ করলে ১০ দিন মেয়াদের ১১০ মিনিট পাওয়া যাবে। উল্লেখ্য যে, শুধুমাত্র দ্বিতীয়বার রিচার্জ এর সমিয় ৬৬ টাকা রিচার্জ এর ক্ষেত্রে এই অফার পাওয়া যাবে। রিচার্জ এর সিরিয়াল মেইন্টেইল না করলে উল্লেখিত অফার পাওয়া যাবেনা। এছাড়াও এই রিচার্জ সিম এক্টিভেশন এর দুইদিনের মধ্যেই সম্পন্ন করতে হবে, অন্যত্র, অফারটি পাওয়া যাবেনা।

গ্রামীনফোন নতুন সিম স্পেশাল বান্ডেল অফার – Grameenphone New Sim Special Bundle Offer

গ্রামীণফোন নতুন সিম কিনে এক্টিভেশনের প্রথম দিনে ১১৯ টাকা রিচার্জ করলে পাওয়া যাবে ১০০ মিনিট, ২ জিবি ইন্টারনেট (১ জিবি + ১ জিবি ৪ জি) ও ৭ দিন মেয়াদের ২ টি এমএমএস৷ উল্লেখ্য যে, ইন্টারনেট ও মিনিট এর মেয়াদ ৩০ দিন। এই অফারটি শুধুমাত্র সিম এক্টিভেশনের প্রথম দিনে ১১৯ টাকা রিচার্জ এর ক্ষেত্রে পাওয়া যাবে।

জিপি নতুন সিমে ১৭ টাকায় ১ জিবি অফার – GP New Sim 17 TK @ 1 GB Offer

জিপি নতুন সিম কেনার পর প্রতি মাসে ১৭ টাকায় ১ জিবি ইন্টারনেট কেনা যাবে। অফারটি কিনতে কোনো কোড ডায়াল এর প্রয়োজন নেই। গ্রাহকগণ সরাসরি ১৭ টাকা ফ্লেক্সিলোড এর মাধ্যনে ১৭ টাকায় ১ জিবি অফারটি উপভোগ করতে পারবেন। এই ১ জিবি ইন্টারনেট এর মেয়াদ ৭ দিন। অফারটি সিম এক্টিভেশন থেকে ৯ মাস পর্যন্ত প্রতি মাসে একবার করে নেওয়া যাবে।

জিপি নতুন সিমে ১৭ টাকায় ২ জিবি অফার – GP New Sim 17 TK @ 2 GB Offer

MyGP অ্যাপ থেকে ১৭ টাকায় পাওয়া যাবে ২ জিবি ইন্টারনেট। এই ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট এর মেয়াদ ৭ দিন। অফারটি সিম এক্টিভেশন থেকে ৯ মাস পর্যন্ত প্রতি মাসে একবার করে নেওয়া যাবে। অফারটি পাওয়া যাবে কিনা তা জানা যাবে *121*1111#  ডায়াল করে।

স্কিটো নতুন সিমের অফার ২০২২  – Skitto New Sim Offer 2022

গ্রামীণফোন এর মালিকানাধীন হলেও স্কিটো নতুন সিম এর অফারগুলোতে বেশ ভিন্নতা রয়েছে। নতুন স্কিটো সিম কিনলে পাওয়া যাবে নিম্নোক্ত অফারসমুহঃ

  • ৭দিন মেয়াদের ৩ জিবি ফ্রি ইন্টারনেট ডাটা
  • ৩০ দিন মেয়াদের ১০০ ফ্রি এসএমএস
  • ৩০ দিন মেয়াদের ১০ টাকা মোবাইল ব্যালেন্স
  • ৩০ দিন মেয়াদের ৫০ এম্বি বোনাস ডাটা
  • প্রোমো কোড এন্টার করলে ৭ দিন মেয়াদের ১ জিবি ইন্টারনেট ডাটা।

স্কিটো সিম অর্ডার করে কেনা যাবে স্কিটো এর ওয়েবসাইট হতে। স্কিটো সিম এর দাম ২০০ টাকা।

বাংলালিংক নতুন সিমের অফার ২০২২  – Banglalink New Sim Offer 2022

নতুন বাংলালিংক সিম কিনলে, সিম এর সাথে পাওয়া যাবে ফ্রি ডাটা, এসএমএস ও কলরেট। নতুন বাংলালিংক সিম কিনলে ক্রেতাগণ পাবেন –

  • ১৫ দিন মেয়াদের ৫ টাকা একাউন্ট ব্যালেন্স
  • ৪ দিন মেয়াদের ৫০ এম্বি ইন্টারনেট
  • ৫০ এসএমএস
  • যেকোনো লোকাল নাম্বারে ২২ পয়সা প্রতি মিনিট কলরেট।

বাংলালিংক নতুন সিমে ২৭ টাকা রিচার্জ অফার – Banglalink New Sim 27 TK Recharge Offer

সিম কেনার পর প্রথমবার ২৭ টাকা রিচার্জ করলে বাংলালিংক গ্রাহকরা পাবেন –

  • ৩০ দিন মেয়াদী ১ পয়সা প্রতি সেকেন্ড কলরেট
  • ৭ দিন মেয়াদের ১ জিবি ইন্টারনেট

ডাটা ব্যালেন্স চেক করা যাবে *5000*500# ডায়াল করে।

বাংলালিংক নতুন সিমে ৪৮ টাকা রিচার্জে ২ জিবি অফার – Banglalink New Sim 2 GB @ 48 TK Recharge Offer

বাংলালিংক নতুন সিম কেনার পর যদি ক্রেতা ৪৮ টাকা রিচার্জ করেন, তবে আলাদা একটি অফার পাবেন। এই অফার অনুযায়ী প্রতি মাসে ৪৮ টাকা রিচার্জ করলে ৭ দিন মেয়াদের ২ জিবি ইন্টারনেট পাওয়া যাবে। এই অফারটি মাসে একবারই নেয়া যাবে। ডাটা ব্যালেন্স চেক করা যাবে *5000*500# ডায়াল করে।

বাংলালিংক নতুন সিমে ২২২ টাকা বান্ডেল অফার – Banglalink New Sim 222 TK Bundle Offer

নতুন বাংলালিংক সিম কিনলে ২২২ টাকা রিচার্জ করলে পাওয়া যাবে ৩০ দিন মেয়াদের ১০ জিবি ইন্টারনেট। এক পয়সা প্রতি সেকেন্ড কলরেট এর পাশাপাশি ফ্রি ১০০ মিনিট ও পাওয়া যাবে বান্ডেল অফারটিতে। *121*100# ডায়াল করে ব্যালেন্স চেক করা যাবে।

বাংলালিংক নতুন সিমে ৪৯ টাকা রিচার্জে ২ জিবি অফার – Banglalink New Sim 2 GB @ 49 TK Recharge Offer

বাংলালিংক নতুন সিমে ৪৯ টাকায় কেনা যাবে ২ জিবি ইন্টারনেট। এই ইন্টারনেট এর মেয়াদ ৭ দিন। ৪৯ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাকটি *132*949# ডায়াল করে কেনা যাবে।

বাংলালিংক নতুন সিমে স্পেশাল মিনিট অফার – Banglalink New Sim Special Minute Offer

বাংলালিংক নতুন সিমে ৪৭ টাকা রিচার্জ করলে ৮০ মিনিট পাওয়া যাবে। এই মিনিট ব্যবহার করে যেকোনো লোকাল নাম্বারে কথা বলা যাবে। মিনিট এর মেয়াদ ১৫ দিন। *132*947# ডায়াল করেও মিনিট কেনা যাবে। মিনিট চেক করা যাবে *124*100# ডায়াল করে।

এয়ারটেল নতুন সিমের অফার ২০২২ – Airtel New Sim Offer 2022

নতুন এয়ারটেল প্রিপেইড সিম এর মূল্য ২০০ টাকা। নতুন সিম কিনলে বিনামূল্যে পাওয়া যাবে –

  • ৯০ দিন মেয়াদের ৫ টাকা একাউন্ট ব্যালেন্স
  • ১০ দিন মেয়াদের ৫০ এম্বি ইন্টারনেট
  • যেকোনো অপারেটরে ২ পয়সা প্রতি সেকেন্ড কলরেট

এয়ারটেল নতুন সিমে প্রথমবার ৪১ টাকা রিচার্জ অফার – Airtel New Sim 41 TK Recharge Offer

এয়ারটেল নতুন সিম এক্টিভেশনের ৩০ দিনের মধ্যে শুধুমাত্র প্রথমবার ৪১ টাকা রিচার্জ করে পাওয়া যাবে –

  • ৩০ টাকা একাউন্ট ব্যালেন্স
  • ১০ দিন মেয়াদের ১৫ মিনিট টকটাইম
  • ৭ দিন মেয়াদের ২ জিবি ইন্টারনেট
  • যেকোনো অপারেটরে ৯০ দিনের জন্য ০.৮ পয়সা প্রতি সেকেন্ড কলরেট

এয়ারটেল নতুন সিমে ১৯ টাকায় ২ জিবি অফার – Airtel New Sim 2 GB @ 19 TK Offer

এয়ারটেল নতুন সিম এক্টিভেশনের ১১ মাস পর্যন্ত ১৯ টাকায় পাওয়া যাবে ২ জিবি ইন্টারনেট। ইন্টারনেট কিনতে *121*887# ডায়াল করতে হবে। এই অফারটি প্রতি মাসে শুধুমাত্র ১ বার নেওয়া যাবে। এই ১৯ টাকায় ২ জিবি ইন্টারনেট এর মেয়াদ ৭ দিন।

এয়ারটেল নতুন সিমে ৫৪ টাকায় ৩ জিবি অফার – Airtel New Sim 3 GB @ 54 TK Offer

এয়ারটেল নতুন সিম কেনার প্রথম তিনমাসে আনলিমিটেড বার কেনা যাবে ৫৪ টাকায় ৩ জিবি ইন্টারনেট প্যাকটি। প্যাকটি কিনতে রিচার্জ করতে হবে ৫৪ টাকা।  *8444*88# ডায়াল করে প্যাকটির ব্যালেন্স চেক করা যাবে। ৫৪ টাকায় ৩ জিবি ইন্টারনেট এর মেয়াদ ৫ দিন।

টেলিটক নতুন সিমের অফার ২০২২ – Teletalk New Sim Offer 2022

টেলিটক নতুন সিম একাধিক প্যাকেজে পাওয়া যায়। একেকটি প্যাকেজে একেক ধরনের অফার।

টেলিটক নতুন সিম অপরাজিতা প্যাকেজ অফার – Teletalk New Sim Oporajita Package Offer

অপরাজিতা প্যাকেজ এর নতুন টেলিটক সিম কিনলে প্রথম তিনমাস ৮ টাকা রিচার্জ করলে পাওয়া যাবে ১ জিবি ইন্টারনেট।

টেলিটক অপরাজিতা অফার সম্পর্কে বিস্তারিত জানুন এখানে ক্লিক করে।

টেলিটক নতুন সিম স্বাগতম প্যাকেজ অফার – Teletalk New Sim Sagotom Package Offer

১৫০ টাকায় স্বাগতম প্যাকেজ এর নতুন টেলিটক সিম কেনার পর প্রথমবার ৯৯ টাকা রিচার্জ করলে পাওয়া যাবেঃ

  • ৬০ মিনিট টকটাইম
  • ৬০ এসএমএস
  • ৫ জিবি ইন্টারনেট

উপরোক্ত ইন্টারনেট, মিনিট ও এসএমএস এর মেয়াদ রিচার্জ এর দিন হতে শুরু করে ৩০ দিন পর্যন্ত। এছাড়াও স্বাগতম প্যাকেজ রয়েছে ৪৭ পয়সা প্রতি মিনিট কলরেট।

টেলিটক স্বাগতম প্যাকেজ অফার জানুন এখানে ক্লিক করে।

টেলিটক নতুন সিম বর্ণমালা প্যাকেজ অফার – Teletalk New Sim Bornomala Package Offer

বর্ণমালা প্যাকেজের নতুন টেলিটক সিম কেনার পর ৩০ টাকা রিচার্জ করলে পাওয়া যাবে –

  • ৩০ মিনিট টকটাইম
  • ৬০ মেগাবাইট ইন্টারনেট
  • ৩০ টি এসএমএস

ইন্টারনেট, মিনিট ও এসএমএস এর মেয়াদ ৩ দিন। এছাড়াও বর্ণমালা প্যাকেজের টেলিটক সিম এ সাশ্রয়ী মূল্যে ডাটা প্যাক পাওয়া যায়। বর্ণমালা সিম এর স্পেশাল ডাটা প্যাকগুলো নিচের ছবিতে দেওয়া আছে।

টেলিটক নতুন সিম শতবর্ষ প্যাকেজ অফার – Teletalk New Sim Sotoborsho Package Offer

শতবর্ষ প্যাকেজের নতুন টেলিটক সিম কিনে ১০০ টাকা রিচার্জ করে পাওয়া যাবেঃ

  • ১০০ টাকা একাউন্ট ব্যালেন্স
  • ১০০ মিনিট টকটাইম
  • ১০০ এসএমএস
  • ১৭ জিবি ইন্টারনেট

উপরোক্ত নতুন সিমের অফারের পাশাপাশি শতবর্ষ প্যাকেজের সিমে পাওয়া যাবে নিম্নোক্ত অফারগুলোঃ

  • ৩৪ টাকা রিচার্জে ৪৫ পয়সা প্রতি মিনিট কলরেট, মেয়াদ ১০ দিন
  • ৭৯ টাকা রিচার্জে ৪৫ পয়সা প্রতি মিনিট কলরেট, মেয়াদ ৩০ দিন
  • ১৭ টাকা রিচার্জ করলে ১৫ দিন মেয়াদের ২ জিবি ইন্টারনেট, মাসে সর্বোচ্চ ২ বার।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *