থ্রিজি লাইসেন্সের নীতিমালা প্রকাশঃ নিলাম অনুষ্ঠিত হবে ২৪ জুন

বাংলাদেশে বাণিজ্যিকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্কিং সেবা সরবরাহ করতে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাবনা এবং আবেদনপত্র আহ্বান আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। প্রাপ্ত আবেদন এবং প্রস্তাবনা যাচাই করে আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে বহুল আকাঙ্ক্ষিত থ্রিজি লাইসেন্স নিলাম। গত ১৪ ফেব্রুয়ারি বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) এ সঙ্ক্রান্ত চূড়ান্ত নীতিমালাও প্রকাশ করেছে। কমিশনের ওয়েবসাইট থেকে এ ডকুমেন্টগুলো পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নেয়া যাবে।

একনজরে থ্রিজি লাইসেন্স নীতিমালার কিছু বিষয়ঃ

>নিলামে অংশ নেয়ার ক্ষেত্রে ভিত্তিমূল্য প্রতি মেগাহার্টজ ২ কোটি মার্কিন ডলার হিসেব করা হবে।
>আবেদনপত্র ফি ৫ লাখ টাকা।
>লাইসেন্স ফি ১০ কোটি টাকা।
>বার্ষিক লাইসেন্স ফি ৫ কোটি টাকা।
>নিলামপ্রাপ্ত প্রতিষ্ঠানকে মোট বরাদ্দকৃত তরঙ্গ মূল্যর ৬০% ৩০ কর্মদিবস এবং বাকী ৪০% পরবর্তী ১৮০ কর্মদিবসের মধ্যে জমা দিতে হবে।
>প্রাথমিকভাবে ১৫ বছরের জন্য লাইসেন্স দেয়া হবে। এরপর পাঁচ বছর করে নবায়নের সুযোগ থাকবে।
>পাঁচ মেগাহার্টজ করে আটটি ব্লকে উক্ত নিলাম অনুষ্ঠিত হবে।
>মোট পাঁচটি থ্রিজি লাইসেন্স প্রদান করা হবে।
>থ্রিজি লাইসেন্সধারীদেরকে পরবর্তীতে ফোরজি সেবা প্রদান করার অনুমতি দেয়া হবে। এক্ষেত্রে তখন তরঙ্গ বিষয়ে সিদ্ধান্ত হবে।
>বিটিআরসি চেয়ারম্যান বরাবর এই আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১২ মে ২০১৩ দুপুর ১২টা।
>থ্রিজি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর বার্ষিক নিরীক্ষিত স্থূল আয়ের (গ্রস ইনকাম) ৫.৫% বিটিআরসিকে প্রদান করতে হবে এবং ১% হারে সামাজিক দায়বদ্ধতা ফি ধরা হয়েছে ।

আরও বিস্তারিত জানতে কমিশনের ওয়েবসাইট ভিজিট করে অথবা এই লিঙ্ক থেকে পিডিএফ আকারে ডকুমেন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *