স্যামসাং গ্যালাক্সি এস৯ এবং গ্যালাক্সি এস৯ প্লাস এলো দারুণ চমক নিয়ে!

স্যামসাং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল গ্যালাক্সি এস৯ এবং গ্যালাক্সি এস৯ প্লাস ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন। ২৫ ফেব্রুয়ারি রবিবার বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বহুল প্রতীক্ষিত এই ডিভাইসদুটি উন্মোচন করে স্যামসাং। চমৎকার ডিজাইন এবং স্পেসিফিকেশন নিয়ে মার্চ মাসেই বাজারে আসবে গ্যালাক্সি এস৯ এবং এস৯ প্লাস। চলুন প্রথমেই এদের স্পেসিফিকেশন জেনে নিই।

স্যামসাং গ্যালাক্সি এস৯ ফিচার ও স্পেসিফিকেশন

  • স্ন্যাপড্রাগন ৮৪৫ (যুক্তরাষ্ট্রের জন্য)/অন্যত্র এক্সাইনস ৯৮১০ প্রসেসর
  • ৫.৮ ইঞ্চি কিউএইচডি (২৯৬০ x ১৪৪০পি) সুপার এমোলেড ডিসপ্লে (গরিলা গ্লাস ৫)
  • ৪জিবি র‍্যাম
  • ৬৪জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট
  • এন্ড্রয়েড ৮ ওরিও অপারেটিং সিস্টেম
  • ১২ মেগাপিক্সেল উচ্চক্ষমতা সম্পন্ন মূল ক্যামেরা
  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ভ্যারিয়েবল অ্যাপার্চার
  • ৯৬০ ফ্রেম/সেকেন্ড সুপার স্লো মোশন ভিডিও
  • আইপি৬৮ ওয়াটার রেজিস্ট্যান্স
  • ডলবি অ্যাটমস সাউন্ড
  • ব্লুটুথ ৫.০
  • এআর ইমোজি
  • হেডফোন জ্যাক
  • পেছনের ক্যামেরার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার (স্ক্রিনের ওপর নয় কিন্তু!)
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি
  • ডুয়াল সিম, ফোরজি
  • রঙঃ পার্পল, ব্ল্যাক, ব্লু, গ্রে

স্যামসাং গ্যালাক্সি এস৯ প্লাসে মূলত এস৯ এর মতই ফিচার থাকবে। তবে গ্যালাক্সি এস৯ প্লাসে যে এক্সক্লুসিভ ফিচারগুলো থাকছে তা হলঃ

  • ৬.২ ইঞ্চি কিউএইচডি (২৯৬০ x ১৪৪০পি) সুপার অ্যামোলেড স্ক্রিন (গরিলা গ্লাস ৫)
  • ৬জিবি র‍্যাম
  • পেছনের দিকে ২টি ক্যামেরা
  • ৩৫০০ এমএএইচ ব্যাটারি

এ তো গেল স্পেসিফিকেশন ও মূল ফিচার। এবার চলুন জেনে নিই চমকপ্রদ কিছু নতুন সুবিধা যা নিয়ে আসছে গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস।

পেছনে দুটি ক্যামেরা নিয়ে আসবে গ্যালাক্সি এস৯ প্লাস

ইন্টেলিজেন্ট স্ক্যানঃ এই ফিচারটির মাধ্যমে গ্যালাক্সি এস৯ এ ফেইস স্ক্যানিং সুবিধা যুক্ত হল যা আইরিস স্ক্যানিং এর সাথে সাথে কাজ করবে। এটি একই সাথে চোখের আইরিশ এবং মুখমণ্ডল স্ক্যান করে ফোন আনলক করতে পারবে। আইরিস বা ফেইস স্ক্যানিংয়ের মধ্যে যখন যেটা ভাল কাজ করবে, ইন্টেলিজেন্ট স্ক্যান তখন সেটাই ব্যবহার করবে।

ডেক্সঃ স্যামসাং ডেক্স প্রযুক্তিতে আপনি ফোনকে মনিটরের সাথে সংযুক্ত করে একে পিসি হিসেবে ব্যবহার করতে পারবেন। ফোনের স্ক্রিনকে মাউস ও কিবোর্ড হিসেবে ব্যবহার করা যাবে।

পেছনে একটি ক্যামেরা নিয়ে আসবে গ্যালাক্সি এস৯

উন্নতর ক্যামেরাঃ স্যামসাং বলেই দিয়েছে যে তারা ক্যামেরায় বড় রকমের উন্নয়ন এনেছে যা আরও ভাল ছবি তুলতে সাহায্য করবে। এর অ্যাপার্চার মেকানিক্যালি পরিবর্তন করা যায়। এস৯ প্লাসের পেছনে আছে দুটি ক্যামেরা (২য়টি টেলিফটো লেন্স)। স্যামসাং গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাসের ক্যামেরায় আরও আছে কাস্টম অগমেন্টেমড রিয়েলিটি সুবিধা যার মাধ্যমে আপনি ক্যামেরার মাধ্যমে যেকোনো বিষয়বস্তু সম্বন্ধে আরও বেশি তথ্য পেতে পারেন।

এআর ইমোজিঃ আইফোন ৮ ও ১০ এর মত এবার স্যামসাং গ্যালাক্সি এস৯ এ আছে এআর ইমোজি। এর মাধ্যমে আপনি নিজের অ্যানিমেটেড স্টিকার বানাতে পারবেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ বিক্সবি তো থাকছেই। ফোনের ডিজাইন গতবারের গ্যালাক্সি এস৮ এর মতই অনেকটা।

স্যামসাং গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস ফোনের প্রিঅর্ডার শুরু হবে মার্চের ২ তারিখ। ক্রেতারা হাতে পাবেন ১৬ মার্চ থেকে। গ্যালাক্সি এস৯ এর দাম ৭২০ ডলার, আর গ্যালাক্সি এস৯ প্লাসের দাম হবে ৮৪০ ডলার।

আপনি কোনটি কিনবেন? স্যামসাং গ্যালাক্সি এস৯ নাকি এস৯ প্লাস?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *