শাওমি রেডমি নোট ৫ সিরিজ আসছে চমৎকার স্ক্রিন ও দীর্ঘস্থায়ী ব্যাটারি নিয়ে!

শাওমি রেডমি নোট ৫ এবং রেডমি নোট ৫ প্রো এর আনুষ্ঠানিক ঘোষণা এলো। ভারতের নয়াদিল্লীতে এক ইভেন্টে ভালোবাসা দিবসে স্মার্টফোনদুটি প্রকাশ করেছে শাওমি। উভয় ফোনেই রয়েছে চোখ ধাঁধানো স্ক্রিন, শক্তিশালী ব্যাটারি, উন্নততর ক্যামেরা ও হার্ডওয়্যার স্পেসিফিকেশন। চলুন দেখে নিই কী কী থাকছে শাওমি রেডমি নোট ৫ ও শাওমি রেডমি নোট ৫ প্রো স্মার্টফোনে।

শাওমি রেডমি নোট ৫ স্পেসিফিকেশন

  • স্ক্রিনঃ ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি (২১৬০ x ১০৮০পি, ৪০৩ পিপিআই, ১৮:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও, ২.৫ডি কার্ভড গ্লাস)
  • প্রসেসরঃ ২.০ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৬২৫ অক্টাকোর সিপিইউ, এড্রিনো ৫০৬ জিপিইউ
  • র‍্যামঃ ৩জিবি/৪জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি/৬৪জিবি, মাইক্রোএসডি স্লট
  • ক্যামেরাঃ পেছনে ১২ মেগাপিক্সেল, এলইডি ফ্ল্যাশ । সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, এলইডি সেলফি ফ্ল্যাশ
  • ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ ব্যাটারি
  • ওএসঃ এন্ড্রয়েড ৭.১.২ নোগাট, এমআইইউআই ৯
  • সিমঃ ডুয়াল সিম (হাইব্রিড স্লট), ফোরজি
  • অন্যান্যঃ পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ওজনঃ ১৮০ গ্রাম

ভারতে শাওমি রেডমি নোট ৫ এর দাম ধরা হয়েছে ১০ হাজার রুপি (৩২জিবি স্টোরেজ) এবং ১২ হাজার রুপি (৬৪জিবি স্টোরেজ)। বিক্রি শুরু হবে ২২ ফেব্রুয়ারি। ফোনটি বাংলাদেশে হয়ত মার্চেই চলে আসবে। তখন বাংলাদেশে এর দাম জানা যাবে। আপডেট পেতে এখানে সাবস্ক্রাইব করে নিন ও ফলো করুন।

শাওমি রেডমি নোট ৫ প্রো স্পেসিফিকেশন

  • স্ক্রিনঃ ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি (২১৬০ x ১০৮০পি, ৪০৩ পিপিআই, ১৮:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও, ২.৫ডি কার্ভড গ্লাস)
  • প্রসেসরঃ ১.৮ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৬৩৬ অক্টাকোর সিপিইউ, এড্রিনো ৫০৯ জিপিইউ
  • র‍্যামঃ ৪জিবি/৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি, মাইক্রোএসডি স্লট
  • ক্যামেরাঃ পেছনে দুটি ক্যামেরা (১২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল), এলইডি ফ্ল্যাশ । সামনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা, এলইডি সেলফি ফ্ল্যাশ
  • ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ ব্যাটারি
  • ওএসঃ এন্ড্রয়েড ৭.১.২ নোগাট, এমআইইউআই ৯
  • সিমঃ ডুয়াল সিম (হাইব্রিড স্লট), ফোরজি
  • অন্যান্যঃ পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ওজনঃ ১৮১ গ্রাম

ভারতে শাওমি রেডমি নোট ৫ প্রো এর দাম ধরা হয়েছে ১৪ হাজার রুপি (৪জিবি র‍্যাম) এবং ১৭ হাজার রুপি (৬জিবি র‍্যাম)। বিক্রি শুরু হবে ২২ ফেব্রুয়ারি। ফোনটি বাংলাদেশে হয়ত মার্চেই চলে আসবে। তখন বাংলাদেশে এর দাম জানা যাবে। আপডেট পেতে এখানে সাবস্ক্রাইব করে নিন ও ফলো করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://www.google.com/recaptcha/api.js?ver=1.23