শাওমি রেডমি নোট ৫ এবং রেডমি নোট ৫ প্রো এর আনুষ্ঠানিক ঘোষণা এলো। ভারতের নয়াদিল্লীতে এক ইভেন্টে ভালোবাসা দিবসে স্মার্টফোনদুটি প্রকাশ করেছে শাওমি। উভয় ফোনেই রয়েছে চোখ ধাঁধানো স্ক্রিন, শক্তিশালী ব্যাটারি, উন্নততর ক্যামেরা ও হার্ডওয়্যার স্পেসিফিকেশন। চলুন দেখে নিই কী কী থাকছে শাওমি রেডমি নোট ৫ ও শাওমি রেডমি নোট ৫ প্রো স্মার্টফোনে।
শাওমি রেডমি নোট ৫ স্পেসিফিকেশন
- স্ক্রিনঃ ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি (২১৬০ x ১০৮০পি, ৪০৩ পিপিআই, ১৮:৯ অ্যাসপেক্ট র্যাশিও, ২.৫ডি কার্ভড গ্লাস)
- প্রসেসরঃ ২.০ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৬২৫ অক্টাকোর সিপিইউ, এড্রিনো ৫০৬ জিপিইউ
- র্যামঃ ৩জিবি/৪জিবি
- স্টোরেজঃ ৩২জিবি/৬৪জিবি, মাইক্রোএসডি স্লট
- ক্যামেরাঃ পেছনে ১২ মেগাপিক্সেল, এলইডি ফ্ল্যাশ । সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, এলইডি সেলফি ফ্ল্যাশ
- ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ ব্যাটারি
- ওএসঃ এন্ড্রয়েড ৭.১.২ নোগাট, এমআইইউআই ৯
- সিমঃ ডুয়াল সিম (হাইব্রিড স্লট), ফোরজি
- অন্যান্যঃ পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- ওজনঃ ১৮০ গ্রাম
ভারতে শাওমি রেডমি নোট ৫ এর দাম ধরা হয়েছে ১০ হাজার রুপি (৩২জিবি স্টোরেজ) এবং ১২ হাজার রুপি (৬৪জিবি স্টোরেজ)। বিক্রি শুরু হবে ২২ ফেব্রুয়ারি। ফোনটি বাংলাদেশে হয়ত মার্চেই চলে আসবে। তখন বাংলাদেশে এর দাম জানা যাবে। আপডেট পেতে এখানে সাবস্ক্রাইব করে নিন ও ফলো করুন।
শাওমি রেডমি নোট ৫ প্রো স্পেসিফিকেশন
- স্ক্রিনঃ ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি (২১৬০ x ১০৮০পি, ৪০৩ পিপিআই, ১৮:৯ অ্যাসপেক্ট র্যাশিও, ২.৫ডি কার্ভড গ্লাস)
- প্রসেসরঃ ১.৮ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৬৩৬ অক্টাকোর সিপিইউ, এড্রিনো ৫০৯ জিপিইউ
- র্যামঃ ৪জিবি/৬জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি, মাইক্রোএসডি স্লট
- ক্যামেরাঃ পেছনে দুটি ক্যামেরা (১২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল), এলইডি ফ্ল্যাশ । সামনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা, এলইডি সেলফি ফ্ল্যাশ
- ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ ব্যাটারি
- ওএসঃ এন্ড্রয়েড ৭.১.২ নোগাট, এমআইইউআই ৯
- সিমঃ ডুয়াল সিম (হাইব্রিড স্লট), ফোরজি
- অন্যান্যঃ পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- ওজনঃ ১৮১ গ্রাম
ভারতে শাওমি রেডমি নোট ৫ প্রো এর দাম ধরা হয়েছে ১৪ হাজার রুপি (৪জিবি র্যাম) এবং ১৭ হাজার রুপি (৬জিবি র্যাম)। বিক্রি শুরু হবে ২২ ফেব্রুয়ারি। ফোনটি বাংলাদেশে হয়ত মার্চেই চলে আসবে। তখন বাংলাদেশে এর দাম জানা যাবে। আপডেট পেতে এখানে সাবস্ক্রাইব করে নিন ও ফলো করুন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।