এই ফোনটি নিজেই একটি পাওয়ার ব্যাংক!

চলতি পথে কিংবা কোথাও বেড়াতে গেলে প্রত্যেক স্মার্টফোন ব্যবহারকারীই মোবাইল ব্যবহারের ক্ষেত্রে এর চার্জের বিষয়টি মাথায় রাখেন। কেননা একবার চার্জ শেষ হয়ে গেলে বন্ধ মোবাইলের স্ক্রিনে আয়না হিসেবে নিজের চেহারা দেখা ছাড়া আর কোনো উপায় থাকেনা।

শুধুমাত্র চার্জার সাথে রাখা এই সমস্যার ভাল কোনো সমাধান নয়। কারণ এমনও তো হতে পারে, আপনার আশেপাশে কোনো বিদ্যুৎ সংযোগই নেই, অথবা লোডশেডিং চলছে। এজন্য অনেকে আবার পাওয়ার ব্যাংক নিয়েও ঘোরাফেরা করেন।

এরকম যাদের চাহিদা, তাদের জন্য সুখবর নিয়ে এসেছে র‍্যাংগস। কোম্পানিটি অদ্ভুত এক মোবাইল ফোন বাজারে ছেড়েছে যা নিজেই একটি পাওয়ার ব্যাংক।

র‍্যাংগস জে১০ অ্যাকুয়া নামের এই ফোনটিতে ৬৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে যা ফুল চার্জ নিয়ে আপনার স্মার্টফোনের ব্যাটারিকে কমপক্ষে একবার পুরোপুরি রিচার্জ করতে সক্ষম। কোনো কোনো ক্ষেত্রে দেড় থেকে দুইবারও ফুল চার্জ পেতে পারেন (যদি ৩০০০ এমএএইচের স্মার্টফোন হয়)।

র‍্যাংগস জে১০ অ্যাকুয়া ফোনটি পানি রোধক। এটি ১ মিটার গভীরে পানির মধ্যে আধ ঘন্টা ধরে কোনরকম ক্ষতি ছাড়াই টিকে থাকতে পারে।

চলুন দেখি র‍্যাংগস জে১০ অ্যাকুয়া ফোনের স্পেসিফিকেশন

  • ১.৮ ইঞ্চি QQVGA স্ক্রিন
  • মেমোরি কার্ডের মাধ্যমে ৮জিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যাবে
  • ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা
  • সেলফি ক্যামেরা নেই
  • ৬৫০০ এমএএইচ ব্যাটারি
  • ইন্টারনেট, বাংলা ইন্টারফেস, এফএম রেডিও
  • ডুয়াল সিম, টর্চ লাইট, এমপি৩, এমপি৪
  • ১ বছরের ওয়ারেন্টি

ফোনটিতে সিম লাগাতে চাইলে এর পেছনের কভারটির স্ক্রু খুলতে হয়। ডিভাইসটির বিশাল ব্যাটারি ও ওয়াটারপ্রুফ ফিচারের জন্যই এতে এমন করে চারটি স্ক্রু লাগাতে হয়েছে। ফোনটির দাম ২৩০০ থেকে ২৪০০ টাকা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,551 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *