গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজ লঞ্চ করল স্যামসাং!

gs7 and edgimg 345324

অবশেষে গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজ ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করেছে স্যামসাং। উভয় ফোনেই থাকছে এন্ড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেম। ডিভাইসদুটি পানি ও ধুলোবালি প্রতিরোধী (IP68 রেটেড)। মার্চের শুরুতে বাজারে আসবে গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজ। গ্যালাক্সি এস ৭ ফোনে থাকছে ৫.১ ইঞ্চি স্ক্রিন, অপরদিকে গ্যালাক্সি এস৭ এজে পাবেন ৫.৫ ইঞ্চি স্ক্রিন। চলুন দেখি এদের স্পেসিফিকেশন।

 

গ্যালাক্সি এস৭

galaxy s7

  • ৫.১ ইঞ্চি সুপার অ্যামোলেড স্ক্রিন ১৪৪০x২৫৬০ (৫৭৭ পিপিআই), গরিলা গ্লাস ৫
  • ১২ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • Qualcomm MSM8996 Snapdragon 820 Exynos 8890 Octa সিপিইউ
  • Adreno 530 Mali-T880 MP12 জিপিইউ
  • ৪জিবি র‍্যাম, ৩২/৬৪জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট

 

গ্যালাক্সি এস৭ এজ

galaxy s7 edge

  • ৫.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড স্ক্রিন ১৪৪০x২৫৬০ (৫৩৪ পিপিআই), গরিলা গ্লাস ৫
  • ১২ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • Qualcomm MSM8996 Snapdragon 820 Exynos 8890 Octa সিপিইউ
  • Adreno 530 Mali-T880 MP12জিপিইউ
  • ৪জিবি র‍্যাম, ৩২/৬৪জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট
  • ৩৬০০ এমএএইচ ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট

 

আরও বিস্তারিত স্পেসিফিকেশন পাবেন স্যামসাংয়ের ওয়েবসাইটে

 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://www.google.com/recaptcha/api.js?ver=1.23