চলুন জেনে নিই এবছর কী কী চমক দেখাবে অ্যাপল

গত বছর অ্যাপল অনেকগুলো পণ্য ঘোষণা করেছে। এবারও তার ব্যতিক্রম হবে না। প্রযুক্তি বিশ্লেষকদের প্রত্যাশা ও বিশ্লেষণ অনুযায়ী চলুন দেখি অ্যাপল এবার কী কী প্রোডাক্ট আনতে যাচ্ছে।

  • প্রথমেই থাকছে অ্যাপল স্মার্ট ওয়াচ, যা এই এপ্রিলেই আসবে।
  • এরপর আইপ্যাড আসবে বলে আশা করা হচ্ছে যা হয়তো আরও স্লিম হবে এবং লোকজন একে আইপ্যাড প্লাস অথবা আইপ্যাড প্রো বলছে।
  • অ্যাপল এবার আইপ্যাড এয়ার’কে নতুন ভাবে নিয়ে আসতে যাচ্ছে যা হবে আরও পাতলা।
  • আইপ্যাড মিনি ৪ হয়ত এ বছরের শেষের দিকে আসবে যাতে থাকবে আরও দ্রুতগতির প্রসেসর এবং উন্নত ক্যামেরা।
  • নতুন আপডেট নিয়ে আসবে আইফোন ৬এস কিন্তু ডিজাইনে বড় ধরণের পরিবর্তন আসবে আইফোন ৭ এর ক্ষেত্রে।
  • আরও একটি গুজব শোনা যাচ্ছে যে অ্যাপল আইফোন ৬ মিনি আনতে পারে যা হবে ৪ ইঞ্চি আকৃতির।

এখানেই শেষ নয়!

  • নতুন আইফোন মানেই নতুন অপারেটিং সিস্টেম সুতরাং আইওএস ৯ এর জন্য তৈরি থাকুন।
  • অ্যাপল এবার বিভিন্ন ওয়াইফাই ডিভাইস নিয়ে আসতে পারে যার মধ্যে Apple Home কিট যা স্মার্ট হোম এর দিকে ইংগিত করে।
  • নতুন ওএস আইওএস ৯ সম্ভবত সুইফট এর সুবিধা নিতে পারে। সুইফট হচ্ছে অ্যাপলের নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
  • এ বছর অ্যাপলের নতুন ওএস এক্স আসতে পারে। এর নাম হতে পারে সাস্তা।
  • অ্যাপল আনতে যাচ্ছে আরও স্লিম এবং আরও শক্তিশালী ম্যাকবুক এয়ার।
  • ম্যাকবুক এয়ার এ রেটিনা ডিসপ্লে থাকতে পারে এবং এতে মেগাসেফ পোর্ট বাদ দিয়ে ইউএসবি টাইপ-সি পোর্ট আসতে পারে।

রয়েছে আরও বেশ কিছু সম্ভাবনা!

  • গত বছর অ্যাপল ২৭ ইঞ্চি ম্যাকে ৫কে ডিসপ্লে দিয়েছিল এবার হয়ত ২১.৫ ইঞ্চি মডেলে ৫কে রেটিনা ডিসপ্লে আসতে পারে।
  • অ্যাপল টিভি এর ২০১২ সালের পর আর কোন আপডেট আসেনি তাই এর আপডেট আমরা এখন আশা করতেই পারি।

অ্যাপল পে এবং আইটিউন্স আপডেট কি সত্যিই আসছে? নিজেই দেখুন!

  • অ্যাপল পে এখন আরও সহজ এবং উন্নত হতে পারে যা আগের থেকেও অনেক বেশি কোম্পানির সাথে ইন্টিগ্রেটেড থাকবে।
  • গত বছর বিলিয়ন ডলারে বিটস মিউজিক ক্রয়ের পর এবার আশা করা যায় অ্যাপল আইটিউনসে এটিও যুক্ত করবে।

তো, আপনি কী ভাবছেন? কমেন্টে জানান!

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 7,988 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.