চলুন জেনে নিই এবছর কী কী চমক দেখাবে অ্যাপল

গত বছর অ্যাপল অনেকগুলো পণ্য ঘোষণা করেছে। এবারও তার ব্যতিক্রম হবে না। প্রযুক্তি বিশ্লেষকদের প্রত্যাশা ও বিশ্লেষণ অনুযায়ী চলুন দেখি অ্যাপল এবার কী কী প্রোডাক্ট আনতে যাচ্ছে।

  • প্রথমেই থাকছে অ্যাপল স্মার্ট ওয়াচ, যা এই এপ্রিলেই আসবে।
  • এরপর আইপ্যাড আসবে বলে আশা করা হচ্ছে যা হয়তো আরও স্লিম হবে এবং লোকজন একে আইপ্যাড প্লাস অথবা আইপ্যাড প্রো বলছে।
  • অ্যাপল এবার আইপ্যাড এয়ার’কে নতুন ভাবে নিয়ে আসতে যাচ্ছে যা হবে আরও পাতলা।
  • আইপ্যাড মিনি ৪ হয়ত এ বছরের শেষের দিকে আসবে যাতে থাকবে আরও দ্রুতগতির প্রসেসর এবং উন্নত ক্যামেরা।
  • নতুন আপডেট নিয়ে আসবে আইফোন ৬এস কিন্তু ডিজাইনে বড় ধরণের পরিবর্তন আসবে আইফোন ৭ এর ক্ষেত্রে।
  • আরও একটি গুজব শোনা যাচ্ছে যে অ্যাপল আইফোন ৬ মিনি আনতে পারে যা হবে ৪ ইঞ্চি আকৃতির।

এখানেই শেষ নয়!

  • নতুন আইফোন মানেই নতুন অপারেটিং সিস্টেম সুতরাং আইওএস ৯ এর জন্য তৈরি থাকুন।
  • অ্যাপল এবার বিভিন্ন ওয়াইফাই ডিভাইস নিয়ে আসতে পারে যার মধ্যে Apple Home কিট যা স্মার্ট হোম এর দিকে ইংগিত করে।
  • নতুন ওএস আইওএস ৯ সম্ভবত সুইফট এর সুবিধা নিতে পারে। সুইফট হচ্ছে অ্যাপলের নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
  • এ বছর অ্যাপলের নতুন ওএস এক্স আসতে পারে। এর নাম হতে পারে সাস্তা।
  • অ্যাপল আনতে যাচ্ছে আরও স্লিম এবং আরও শক্তিশালী ম্যাকবুক এয়ার।
  • ম্যাকবুক এয়ার এ রেটিনা ডিসপ্লে থাকতে পারে এবং এতে মেগাসেফ পোর্ট বাদ দিয়ে ইউএসবি টাইপ-সি পোর্ট আসতে পারে।

রয়েছে আরও বেশ কিছু সম্ভাবনা!

  • গত বছর অ্যাপল ২৭ ইঞ্চি ম্যাকে ৫কে ডিসপ্লে দিয়েছিল এবার হয়ত ২১.৫ ইঞ্চি মডেলে ৫কে রেটিনা ডিসপ্লে আসতে পারে।
  • অ্যাপল টিভি এর ২০১২ সালের পর আর কোন আপডেট আসেনি তাই এর আপডেট আমরা এখন আশা করতেই পারি।

অ্যাপল পে এবং আইটিউন্স আপডেট কি সত্যিই আসছে? নিজেই দেখুন!

  • অ্যাপল পে এখন আরও সহজ এবং উন্নত হতে পারে যা আগের থেকেও অনেক বেশি কোম্পানির সাথে ইন্টিগ্রেটেড থাকবে।
  • গত বছর বিলিয়ন ডলারে বিটস মিউজিক ক্রয়ের পর এবার আশা করা যায় অ্যাপল আইটিউনসে এটিও যুক্ত করবে।

তো, আপনি কী ভাবছেন? কমেন্টে জানান!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *