বাংলাদেশ সময় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম সেবা অফলাইন হয়ে গিয়েছিল। প্রায় ৫০ মিনিটব্যাপী ফেসবুক ডাউন থাকার সময় হ্যাকার গ্রুপ লিজার্ড স্কোয়াড দাবি করে যে তারাই ফেসবুক ও ইনস্টগ্রামে সাইবার হামলার মাধ্যমে এই সমস্যার সৃষ্টি করেছে।
কিন্তু ফেসবুক কর্মকর্তারা বলছেন কোনো সাইবার আক্রমণের কারণে ঐ সমস্যার উদ্ভব হয়নি, বরং ফেসবুক সার্ভারের কনফিগারেশনে পরিবর্তন আনার কারণে এমনটি হয়েছিল। তিনি আরও বলেন এতে কোন তৃতীয় পক্ষের হাত নেই এবং এটি (ফেসবুক) এখন ১০০% ব্যবহার উপযোগী।
সাম্প্রতিককালে এক্সবক্স লাইভ এবং প্লে স্টেসন সার্ভিস আক্রমনের জন্য হ্যাকিং গ্রুপ লিজার্ড স্কোয়াডকে দোষারোপ করা হয় এবং অনেকেই ধারণা করছেন ফেসবুকের এই আচানক বন্ধ হয়ে যাওয়াও তাদেরই কাজ কেননা তারা এরকম একটি টুইট বার্তাও পোস্ট করেছিল।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।