সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক নতুন একটি এন্ড্রয়েড অ্যাপ মুক্তি দিয়েছে যা স্বল্প ক্ষমতার এন্ড্রয়েড স্মার্টফোন সাপোর্ট করবে এবং ২জি নেটওয়ার্কর উপযোগী হওয়ায় এটি কম গতির ইন্টারনেটেও অপেক্ষাকৃত দ্রুত কাজ করবে।
‘ফেসবুক লাইট’ নামের এই অ্যাপের সাইজ মাত্র ২৫২ কেবি। এটা এখন বাংলাদেশ, নেপাল, নাইজেরিয়া সহ আরও অনেক দেশ থেকেই গুগল প্লে স্টোরে ডাউনলোডের জন্য পাওয়া যাচ্ছে।
নতুন এই অ্যাপ দ্রুত পেজ লোড করবে এবং খুব কম ডেটা খরচ করবে। এতে আরও আছে ফেসবুক ম্যাসেজিং ফিচার।
ফেসবুক লাইট অ্যাপ ডাউনলোড করতে চাইলে এই গুগল প্লে লিংক ভিজিট করতে পারেন।