৭.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ব্ল্যাকবেরিকে কিনে নেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে স্যামসাং। মাত্র কয়েকদিন আগে উভয় কোম্পানির পক্ষ থেকেই এ ধরণের খবর অস্বীকার করা হলেও রয়টার্স জানাচ্ছে, স্যামসাং এখনও ব্ল্যাকবেরিকে কিনে নিতে সচেষ্ট।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ব্ল্যাকবেরির শেয়ার প্রতি ১৩.৩৫ থেকে ১৫.৪৯ ডলার দিতে চাইছে স্যামসাং। দুই কোম্পানির নীতি নির্ধারকরা গত সপ্তাহে এ ব্যাপারে এক বৈঠকে বসেন। কিন্তু তারা বিষয়টি নিয়ে কোন মন্তব্য করেতে চাননি।
দি ওয়াটারলু, ওন্টারিও ভিত্তিক কোম্পানি ব্ল্যাকবেরি বলছে বিক্রির ব্যাপারে সম্ভাব্য কোন আলোচনা ব্ল্যাকবেরি এবং স্যামসাং এর মধ্যে হয়নি।
অপরদিকে রয়টার্স লিখছে স্যামসাং কর্তৃক সম্ভাব্য অধিগ্রহণের খবর প্রকাশের পর পরই ব্ল্যাকবেরির শেয়ার মূল্য প্রায় ২৯ শতাংশ বেড়ে যায়। এরপর খবরটি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ার পর এই মূল্য ১৫% কমে যায়। ক্যানাডিয়ান পত্রিকা গ্লোব এন্ড মেইল বলছে ব্ল্যাকবেরির কর্মকর্তারা এই কোম্পানির পুনর্গঠনের কথা ভাবছেন। নতুন প্রধান নির্বাহী জন চেন এর অধীনে ব্ল্যাকবেরি তাদের হারানো অবস্থান ফিরে পেতে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।