নতুন দুটি সস্তা লুমিয়া স্মার্টফোন আনছে মাইক্রোসফট

lumia 435 532

মাইক্রোসফট তাদের লুমিয়া সিরিজের নতুন দুটি স্বল্প মুল্যের সেট আনতে যাচ্ছে। একটি হচ্ছে লুমিয়া ৪৩৫ এবং অপরটি লুমিয়া ৫৩২। চলুন দেখি এদের স্পেসিফিকেশনঃ

লুমিয়া ৪৩৫

Lumia-435-beauty-1-jpg

  • ৪ ইঞ্চি ডিসপ্লে
  • ২ মেগাপিক্সেল মূল ক্যামেরা
  • ভিজিএ ফ্রন্ট ক্যামেরা
  • ১.২ গিগাহাটর্জ প্রসেসর
  • ১ জিবি র‍্যাম
  • ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ৩জি কানেক্টিভিটি
  • সিঙ্গেল/ডুয়েল সিম – দুটি ক্যাটাগরি
  • উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম
  • ২১ দিন স্ট্যান্ডবাই টাইম

লুমিয়া ৫৩২ ও প্রায় একই রকম তবে এতে রয়েছে কোয়াড কোর ১.২ গিগাহার্টজ প্রসেসর, ৫ মেগাপিক্সেল মূল ক্যামেরা।

Lumia-532-beauty-1-jpg

দুটি সেটই ফেব্রুয়ারিতে ইউরোপ, দক্ষিণ এশিয়া, ইন্ডিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে পাওয়া যাবে। লুমিয়া ৫৩২ প্রায় ৯০ ডলার এবং লুমিয়া ৪৩৫ প্রায় ৮০ ডলার।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *