মি নোট সিরিজের চমৎকার দুটি স্মার্টফোন আনছে শাওমি (Xiaomi)

Mi-Note-image

চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি শাওমি (Xiaomi) ২০১৫ তে নতুন দুটি ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড ফোন আনতে যাচ্ছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে এগুলো আইফোনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করবে। সেটদুটি হচ্ছে এমআই নোট এবং এমআই নোট প্রো।

চলুন দেখি এমআই নোটের স্পেসিফিকেশনঃ

  • করনিং গরিলা গ্লাস
  • ১০৮০পি ৫.৭ ইঞ্চি ডিসপ্লে
  • মেটাল ফ্রেম
  • ১৩ মেগাপিক্সেল ব্যাক এবং ৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ২৪ বিটের হাই ডেফিনিশন অডিও
  • ২.৫ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৮০১ গিগাহার্জ প্রসেসর
  • এড্রিনো ৩৩০ জিপিউ
  • ৩ জিবি র‍্যাম
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি
  • ১৬১ গ্রাম ওজন
  • দাম ৩৭০ ডলার (১৬ জিবি), ৪৫০ ডলার (৬৪ জিবি)
  • এটি ২০১৫ এর এপ্রিল থেকে জুনের মধ্যে সিঙ্গাপুর থেকে যাত্রা শুরু করবে।

যারা আরও শক্তিশালী কিছু খুঁজছেন তাদের জন্য আসছে এমআই নোট প্রো।

Mi-Note-Pro

এতে থাকবেঃ

  • ৬৪ বিট স্ন্যাপড্রাগন ৮১০ অক্টাকোর প্রসেসর
  • এড্রিনো ৪৩০ জিপিইউ
  • ৪ জিবি র‍্যাম
  • ৬৪ জিবি ৫.০ ফ্লাস মেমরি
  • এল টি ই –ক্যাট৯
  • ৫.৭ ইঞ্চি ২কে ডিসপ্লে (৫১৫ পিপিআই)
  • দাম ৫৩০ ডলার

 এবার চুড়ান্তভাবে আসছে এন্ড্রয়েড চালিত এমআই বক্স মিনি টিভি সেট টপ বক্স। এতে রয়েছেঃ

  • কোয়াড কোর ১.৩ গিগাহার্জ প্রসেসর
  • ১ জিবি র‍্যম
  • ৪ জিবি ফ্ল্যাশ মেমরি
  • ডুয়েল ব্যান্ড ওয়াই ফাই
  • ১০৮০ পি আউটপুট এইসডিএমআই সাপোর্ট
  • দাম ৩০ ডলার

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,571 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *