চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি শাওমি (Xiaomi) ২০১৫ তে নতুন দুটি ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড ফোন আনতে যাচ্ছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে এগুলো আইফোনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করবে। সেটদুটি হচ্ছে এমআই নোট এবং এমআই নোট প্রো।
চলুন দেখি এমআই নোটের স্পেসিফিকেশনঃ
- করনিং গরিলা গ্লাস
- ১০৮০পি ৫.৭ ইঞ্চি ডিসপ্লে
- মেটাল ফ্রেম
- ১৩ মেগাপিক্সেল ব্যাক এবং ৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ২৪ বিটের হাই ডেফিনিশন অডিও
- ২.৫ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৮০১ গিগাহার্জ প্রসেসর
- এড্রিনো ৩৩০ জিপিউ
- ৩ জিবি র্যাম
- ৩০০০ এমএএইচ ব্যাটারি
- ১৬১ গ্রাম ওজন
- দাম ৩৭০ ডলার (১৬ জিবি), ৪৫০ ডলার (৬৪ জিবি)
- এটি ২০১৫ এর এপ্রিল থেকে জুনের মধ্যে সিঙ্গাপুর থেকে যাত্রা শুরু করবে।
যারা আরও শক্তিশালী কিছু খুঁজছেন তাদের জন্য আসছে এমআই নোট প্রো।
এতে থাকবেঃ
- ৬৪ বিট স্ন্যাপড্রাগন ৮১০ অক্টাকোর প্রসেসর
- এড্রিনো ৪৩০ জিপিইউ
- ৪ জিবি র্যাম
- ৬৪ জিবি ৫.০ ফ্লাস মেমরি
- এল টি ই –ক্যাট৯
- ৫.৭ ইঞ্চি ২কে ডিসপ্লে (৫১৫ পিপিআই)
- দাম ৫৩০ ডলার
এবার চুড়ান্তভাবে আসছে এন্ড্রয়েড চালিত এমআই বক্স মিনি টিভি সেট টপ বক্স। এতে রয়েছেঃ
- কোয়াড কোর ১.৩ গিগাহার্জ প্রসেসর
- ১ জিবি র্যম
- ৪ জিবি ফ্ল্যাশ মেমরি
- ডুয়েল ব্যান্ড ওয়াই ফাই
- ১০৮০ পি আউটপুট এইসডিএমআই সাপোর্ট
- দাম ৩০ ডলার
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।