উইন্ডোজ এর জন্য ৭ ফ্রি সাপোর্ট বন্ধ করে দিল মাইক্রোসফট

win7-wallpaper

১৩ জানুয়ারি ২০১৫ থেকে মাইক্রোসফট তাদের উইন্ডোজ ৭ এর মেইনস্ট্রিম সাপোর্ট বন্ধ করে দিয়েছে। এর মানে হচ্ছে, উইন্ডোজ ৭ এর জন্য আর কোনো নতুন ফিচার আপডেট আসবে না। এছাড়া পিসিতে কোনো সমস্যা হলে বিনামূল্যে মাইক্রোসফটের কাছ থেকে উইন্ডোজ ৭ সম্পর্কিত কোনো সাহায্যও পাওয়া যাবেনা।

মাইক্রোসফট তাদের ব্যবহারকারীদের উইন্ডোজ ৮ এর দিকেই নিয়ে যেতে বেশি আগ্রহী যতদিন পর্যন্ত না উইন্ডোজ ১০ আসছে।

২০০৯ সালে মুক্তি পায় উইন্ডোজ ৭, এবং ছয় মাসের মধ্যে এর ১০০ মিলিয়ন কপি বিক্রি হয়। এখন পর্যন্ত পৃথিবীর প্রায় ৫০ শতাংশ পিসি উইন্ডোজ ৭ এ চলে।

মাইক্রোসফট যেহেতু উইন্ডোজ ৭ এর মেইনস্ট্রিম সাপোর্ট বন্ধ করে দিচ্ছে তাই সবার জন্য বিনা মুল্যে সাপোর্ট আর থাকছে না। এখনো এর জন্য এক্সটেন্ডেড সাপোর্ট পাওয়া যাবে তবে সেজন্য গ্রাহককে টাকা খরচ করতে হবে। এবং এই সাপোর্টও আগামী ২০২০ এ বন্ধ হয়ে যাবে। তবে সাইবার হামলা বা হ্যাকিং আক্রমণের কথা ভেবে ভয় পাওয়ার কারণ নেই কেননা উইন্ডোজ সেভেনের জন্য মাইক্রোসফট নিরাপত্তা মূলক আপডেট/প্যাচ প্রদান অব্যাহাত রাখবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *