অ্যাপল অ্যাপ স্টোরকে অতিক্রম করল গুগল প্লে

active_apps_2

অ্যাপ সংখ্যার দিক থেকে প্রথমবারের মত অ্যাপল আপ স্টোরকে পিছনে ফেলেছে গুগল প্লে স্টোর। ২০১৪ এর পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে প্লে স্টোরের এর অ্যাপ সংখ্যা প্রায় ১.৪৩ মিলিয়ন যেখানে অ্যাপ স্টোরে রয়েছে ১.২১ মিলিয়ন।

অপর দিকে ২০১৪ জুড়ে অ্যামাজন অ্যাপ স্টোরে অ্যাপ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯০০০’তে যা পূর্বের চেয়ে প্রায় ৯০ শতাংশ বেশি। যারা কিন্ডল ফায়ার বা ব্লাকবেরি ১০ ব্যাবহার করেন তাদের জন্য এটি সুখবর।

আইওএস অ্যাপগুলো বিজনেস ও ফুডস অ্যান্ড ড্রিংকস ক্যাটেগরিতে আর গুগল প্লে স্টোর গেমস এবং ফটোগ্রাফিতে সম্ভবনা দেখছে। এখন অবশ্য শপিং এবং প্রোডাক্টিভিটি মূলক অ্যাপ এর চাহিদা বাড়ছে।

প্লে স্টোরে ৪০০,০০০ ডেভলপার রয়েছেন। অ্যাপল অ্যাপ স্টোরের ডেভলপার সংখ্যা ২৮০,০০০ এর মত।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *