ব্র্যানো নিয়ে এলো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সুবিধা

branoo affiliate img

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট ব্র্যানো ডটকম চালু করেছে অ্যাফিলিয়েট মার্কেটিং সুবিধা। ব্র্যানো’র পণ্য মার্কেটিং করে আপনি ঘরে বসে খুব সহজে আয় করতে পারেন ৫% থেকে ২০% কমিশন। ব্র্যানো আপনাকে বিকাশ এবং ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে কমিশনের টাকা প্রদান করবে।

Branoo.com এর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কীভাবে কাজ করবেন?

প্রথমত অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আপনাকে ব্র্যানো’তে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরির পর ওয়েবসাইটটি আপনার অ্যাকাউন্ট এর বিপরীতে জন্য ১টা ID জেনারেট করবে যা আপনার ‘সেল ট্র্যাকিং’ এর জন্য ব্যবহৃত হবে। এটা কুকির উপর ভিত্তি করে কাজ করবে। প্রতিটি পণ্যের বিক্রয় কমিশন বিভিন্ন ধরনের। আপনার পছন্দের পণ্যটি আপনি বিক্রয়ের জন্য বেছে নিতে পারবেন। বিক্রয় কমিশন সম্পূর্ণ ব্র্যানো’র উপর নির্ভর করবে।

ব্র্যানো অ্যাফিলিয়েট প্রোগ্রামে রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন http://www.branoo.com/affiliate/Registration.aspx

ব্র্যানো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে যে কোন তথ্য বা সহযোগিতার জন্য যোগাযোগ করুন – 01818874022 নাম্বারে। আর যোগ দিন তাদের এই অফিসিয়াল ফেসবুক গ্রুপে

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *