হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। প্রথমবার হয়ত বিশ্বাস করতে কষ্টই হয়েছে। কিন্তু বাস্তবতা এটাই। অনেক সাধের মটোরোলা মবিলিটি’কে বিদায় দিচ্ছে সার্চ জায়ান্ট। এক স্টেটমেন্টে গুগল ঘোষণা দিয়েছে যে, তারা ২.৯১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে চীনা কম্পিউটার নির্মাতা কোম্পানি লেনোভোর নিকট মটোরোলা ইউনিট বিক্রি করে দিতে যাচ্ছে।
২০১২ সালে লোকসানের সম্মুখীন মার্কিন মোবাইল ফোন কোম্পানি মটোরোলাকে ১২.৫ বিলিয়ন ডলার মূল্যে কিনে নিয়েছিল গুগল।
এই ডিলের অধীনে গুগল লেনোভোকে মটোরোলার ২০০০ এর মত পেটেন্ট হস্তান্তর করবে। কিন্তু কোম্পানিটির এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ কিছু পেটেন্টের মালিকানা নিজেদের কাছেই রাখবে ওয়েব জায়ান্ট।
অ্যাপল, স্যামসাং, নকিয়া প্রভৃতি স্মার্টফোন নির্মাতার সাথে সরাসরি হার্ডওয়্যার নিয়ে প্রতিযোগিতা করার জন্য মটোরোলা’কে কিনেছিল গুগল। কিন্তু গুগলের ভাষায়, স্মার্টফোন বাজার ‘অত্যাধিক প্রতিযোগিতাপূর্ণ’ হওয়ায় শেষ পর্যন্ত সেই চিন্তা বাদ দিয়েছে ওয়েব ফার্মটি।
তবে গুগল আরও বলেছে, মটোরোলা বিক্রির মাধ্যমে তাদের হার্ডওয়্যার ভিত্তিক চিন্তাভাবনা শেষ হয়ে যাচ্ছেনা। বরং অন্যান্য ক্ষেত্রে (রোবটিক্স, ইলেকট্রিক প্রভৃতি) গুগলের কাজ ঠিকই চলতে থাকবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।